ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে চালের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের ১১জন কর্মকর্তার নেতৃত্বে ১১টি টিম কর্তৃক ঢাকা মহানগরীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, বাবুবাজার, মিরপুর-৬, শাহ আলী, মিরপুর ২, আগারগাঁও তালতলা বাজার, উত্তরায় বিডিআর বাজার, জহুরা মার্কেট এ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
বাজার তদারকিতে ঢাকা মহানগরীতে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য ১৮টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপও আদায় করা হয়।
উল্লেখ্য, আজ দেশের ৪২টি জেলায় অধিদপ্তরের ৬৩টি টিম কর্তৃক পরিচালিত বাজার তদারকিতে ১১৩টি প্রতিষ্ঠানকে ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
কাফি