ক্যাটাগরি: রাজনীতি

শহীদের রক্তভেজা ঢাকা হবে ইনসাফের নগরী: ড. হেলাল

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ নায়েবে আমীর এবং ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বিলেন, শহীদের রক্তভেজা ঢাকা হবে ইসলাম পন্থীদের। পল্টন মোড়ে জামায়াতের নেতাকর্মীদের লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করেছিলো ফ্যাসিস্টরা। পলাতক হাসিনার আমলে রাজধানীতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো পতিত স্বৈরাচারেরা। জনগণ ফ্যাসিবাদকে পতন করেছে। আগামীতে নতুন বাংলাদেশ গড়তে জনগণ জামায়াতের পক্ষে বলিষ্ঠ ভুমিকা রাখবেন। ইতিমধ্যে জনগণ বলতে শুরু করেছে চাঁদাবাজ ও দখলবাজদের দিন শেষ আগামী বাংলাদেশ হবে ইসলাম পন্থীদের।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি অডিটোরিয়ামে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্য শাহীন আহমদ খান বলেন, জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন বাংলাদেশ বির্নিমানে দায়িত্বশীলদের ভুমিকা রাখতে হবে। শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা। বিপ্লব যেন ব্যাহত না হয় সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে। ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ বাস্তবায়নে পল্টন থানার দায়িত্বশীলদের অগ্রণী ভুমিকা রাখতে হবে।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসে শূরা সদস্য ও পল্টন থানার সহকারী সেক্রেটারি মাওলানা মুস্তাফিজুর রহমান শাহীনের সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী পল্টন থানার সহকারী সেক্রেটারি এনামুল হক।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পল্টন থানার কর্মপরিষদ সদস্য যথাক্রমে ওমর ফারুক,আমিনুল ইসলাম, আবুল ফারাহ মো. ইউসুফ, হাবিবুর রহমান, মোশাররফ হোসেন, নজরুল ইসলাম মজুমদার, শামীম হাসনাইন ও মোহাম্মাদ আল-আমীন রাসেল।

এতে আরো উপস্থিত ছিলেন পল্টন থানার মজলিসে শূরা সদস্য যথাক্রমে আক্তার হোসেন, মাওলানা রুহুল আমীন, শরিয়ত উল্লাহ্, মোকছেদুল রুপম প্রমূখ।

শেয়ার করুন:-
শেয়ার