ক্যাটাগরি: রাজনীতি

সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল

একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর আবারও নতুন প্রস্তাব দিয়ে উদ্দেশ্যমূলকভাবে সংস্কার প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে।”

তিনি বলেন, “কয়েকজন ব্যক্তি বা একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালালেই জনগণ তা বিশ্বাস করবে—এটা ভাবার কারণ নেই। শহুরে কিছু মানুষই দেশের সার্বিক জনমত নয়।”

ফখরুল আরও বলেন, “বিএনপির সংস্কারের প্রতি আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কারের নামে দুর্বল করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না।”

নিত্যনতুন প্রস্তাব নিয়ে তিনি বলেন, “যেসব প্রস্তাব সত্যিকারের জনস্বার্থে আসে, তা স্বাগত। কিন্তু বড় কোনো পরিবর্তন জনগণকে সম্পৃক্ত না করে নেয়া গণতান্ত্রিক নয়। যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের পক্ষে নয়, বরং অগণতান্ত্রিক শক্তির অংশ।”

এ সময় তিনি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত ঐকমত্য কমিশনের বক্তব্য অস্পষ্ট। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ধারণার সঙ্গে বিএনপি একমত নয়।”

কাফি

শেয়ার করুন:-
শেয়ার