অভিনেতা ফজলুর রহমান বাবু তাঁর দেওয়া কথা রেখেছেন। বিশ্ব বাবা দিবস উপলক্ষে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’ এর ‘হ্যালো বাবা’ ক্যাম্পেইনের উইনার (রায় বাড়ি) চুন্না, ধামরাই প্লাবন রায়ের বাসা থেকে। আড্ডা হলো, খাওয়া-দাওয়া হলো তাঁর বাবা গোপাল রায়সহ পুরো পরিবারের সাথে। বাবা-ছেলের এমন একটা ভালোবাসার মুহূর্ত তৈরি করতে পেরে নগদ খুবই আনন্দিত।
এরআগে, বিশ্ব বাবা দিবস উপলক্ষে নগদ অ্যাপ বা *১৬৭# এ ডায়াল করে গ্রাহক তার বাবার নম্বরে ১০০ টাকা বা তারও বেশি মোবাইল রিচার্জে ক্যাম্পেইনে অংশ নিয়ে উপহার জিতে নেওয়ারও সুযোগ দিয়েছিলো নগদ।
ক্যাম্পেইনের আওতায় প্রতিদিন পাঁচজন বিজয়ী এক হাজার টাকা উপহার এবং সম্পূর্ণ ক্যাম্পেইনে একজন লাকি উইনারের বাসায় সারপ্রাইজ দিতে জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু বেড়াতে যাবেন বলে জানানো হয়। গত ১৫ জুন শুরু হওয়া এই ক্যাম্পেইন চলে ২১ জুন পর্যন্ত।