ক্যাটাগরি: আন্তর্জাতিক

আবারও পরমাণু কেন্দ্রে ব্যাপক নির্মাণকাজ চালাচ্ছে ইরান

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পরমাণু কর্মসূচিতে তেহরানের জোরদার পদক্ষেপের আশঙ্কা করেছিলেন বিশ্লেষকরা। সম্প্রতি ম্যাক্সার টেকনোলজিসের প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্রে এর প্রমাণ মিলেছে। রোববার বিবিসি ভ্যারিফাই ওই চিত্র বিশ্লেষণ করে দেখেছে, মার্কিন বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ফোরদো পারমাণবিক কেন্দ্রে ব্যাপক নির্মাণকাজ শুরু হয়েছে। সেখানে ভারী নির্মাণ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি জাতিসংঘকে বলেছেন যে তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি কখনোই বন্ধ হবে না।

স্যাটেলাইট চিত্র অনুযায়ী, রোববার নতুন করে নির্মাণ করা একটি প্রবেশপথের কাছে একটি খননযন্ত্র (এক্সক্যাভেটর) ও ক্রেন দেখা গেছে। মার্কিন বাঙ্কার-বাস্টার বোমা যেখানে আঘাত করেছিল, এটি তার খুব কাছাকাছি। পাহাড়ের নিচে একটি বুলডোজার ও লরিও স্যাটেলাইট ছবিতে দৃশ্যমান। এ ছাড়া ফোরদো কেন্দ্রের প্রবেশপথে ও কমপ্লেক্সের পূর্ব দিকে অবস্থিত একটি ক্ষতিগ্রস্ত ভবনেও নির্মাণকাজ চলছে। এই দুটি স্থান ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। মার্কিন বাঙ্কার-বাস্টার বোমা হামলার পর দিন ইসরায়েল এই দুই স্থানে বিমান হামলা চালিয়েছিল।

পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড অলব্রাইট স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানিয়েছেন, সম্ভবত বোমা হামলায় সৃষ্ট গর্ত ভরাট, প্রকৌশলগত ক্ষতির মূল্যায়ন ও তেজস্ক্রিয়তা পরিমাপের কাজ চলছে।

মার্কিন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি গত শুক্রবার বলেছেন, ইরান কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবার শুরু করতে পারে। গ্রোসির এ মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের বিপরীত। ট্রাম্প বলেছিলেন, ওই হামলার ফলে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ‘দশকের পর দশক পিছিয়ে গেছে।’

দেখা যাচ্ছে, গ্রোসির এ মূল্যায়ন মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) প্রাথমিক বিশ্লেষণকে সমর্থন করে। সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র যে হামলা চালায়, তাতে কেন্দ্রীয় অবকাঠামোগুলো ধ্বংস হয়নি। এতে ইরানের কর্মসূচি সাময়িকভাবে (সম্ভবত কয়েক মাসের জন্য) বাধাগ্রস্ত হয়েছে মাত্র।

চূড়ান্ত সামরিক ও গোয়েন্দা মূল্যায়ন প্রকাশ না পেলেও ট্রাম্প বারবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন’ করা হয়েছে। রোববার সিবিএসে প্রচারিত এক সাক্ষাৎকারে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম কখনোই বন্ধ হবে না। কারণ, ‘শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি’ ইরানের ‘অপরিহার্য অধিকার’।

১৩ জুন ইসরায়েলের নজিরবিহীন হামলার পর ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘাত শুরু হয়। তেল আবিবের ভাষ্য, এ হামলার লক্ষ্য ছিল তেহরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখা। তবে ইরান শুরু থেকেই জোর দিয়ে বলছে, সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তাদের পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচির কতটা ক্ষতি হয়েছে, তা নিয়ে এখনো জোর বিতর্ক চলছে।

এর মধ্যে রোববার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প শর্ত সাপেক্ষে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে, তাহলেই তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।’

এর মধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানকে বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে ৩০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। এ প্রসঙ্গে গতকাল ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে বলেন, তিনি ইরানের সঙ্গে কোনো ধরনের কথা বলছেন না এবং দেশটিকে তিনি কোনো প্রস্তাবও দিচ্ছেন না।

ট্রাম্প লিখেছেন, ‘ভুয়া ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনসকে বলো, আমি ইরানকে কিছুই দিচ্ছি না। ওবামার মতো না, যে পারমাণবিক অস্ত্রের পথ খুলে দেওয়া জেসিপিওএর আওতায় ইরানকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছিল (যেটার মেয়াদ এখন শেষ হয়ে যেত)। আমি ইরানের সঙ্গে কোনো আলাপ করছি না, কারণ, আমরা তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছি।’

এদিকে, তেহরানের সঙ্গে তাদের পরমাণু কর্মসূচি যখন বিভিন্ন পক্ষের আলোচনা-সমাঝোতার প্রচেষ্টা চলছে, তখন ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য প্রকাশ পাচ্ছে। গতকাল ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, ওই যুদ্ধে ইরানে কমপক্ষে ৯৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩২ জন নারী ও ৩৮টি শিশু রয়েছে।

আর রুশ বার্তা সংস্থা তাসকে উদ্ধৃত করে ইরানের সংবাদমাধ্যম দেফা প্রেস বলছে, ওই যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে কমপক্ষে ৩১ হাজার ও ৪ হাজার সম্পূর্ণ ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষয়ক্ষতি প্রমাণ করে, চলমান সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে ‘অভাবনীয় ও অপূরণীয় ধ্বংস’ এনেছে।

শেয়ার করুন:-
শেয়ার