বাইডেনকে অভিনন্দন জানালেন মিচ ম্যাককনেল

বাইডেনকে অভিনন্দন জানালেন মিচ ম্যাককনেল
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের অন্যতম নেতা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত সিনেট সদস্য মিচ ম্যাককনেল নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজ সোমবার বাইডেনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করার পর ম্যাককনেল এ প্রতিক্রিয়া জানান।

৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট দল ৩০৬টি ও রিপাবলিকান দল ২৩২টি ইলেকটোরাল ভোট পেয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও নির্বাচনের ফল মেনে নিতে সম্মত হননি।

সিনেটে ম্যাককনেল বলেন, আমি ৩ নভেম্বরের নির্বাচনে ভিন্ন ফল আশা করলেও ইলেক্টোরাল কলেজের রায় অন্য দিকে। তাই আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানাতে চাই।

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারসিকেও অভিনন্দন জানাতে ভুল করেননি তিনি। তিনি বলেন, আমাদের জাতি প্রথমবারের মতো একজন নারীকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। এই গর্বের অংশীদার সব আমেরিকান।

ম্যাককনেল জানান, তিনি বাইডেনকে ফোন করেও অভিনন্দন জানিয়েছেন এবং তারা দু’জন একসঙ্গে কাজ করবেন বলে সম্মত হয়েছেন।

মার্কিন একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, আমি ম্যাককনেলের মন্তব্যকে স্বাগত জানিয়েছেন। তবে, এটি আরও আগে হলে আরও ভালো হতো। সূত্র বিবিসির।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া