পুঁজিবাজার
বিএসইসির নজরদারি ব্যবস্থা বাড়াতে অস্ট্রেলিয়ান এক্সচেঞ্জের সঙ্গে আলোচনা

অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের (এএসআইসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক ফলপ্রসূ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। বৈঠকে বিএসইসির নজরদারি ব্যবস্থা আপগ্রেড বা অবস্থা উন্নত করার জন্য দুই দেশের কমিশনের মধ্যে সম্ভাব্য প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বুধবার (১৮ জুন) সিডনিতে ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে এএসআইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসইসির জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মুখপাত্র মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বিএসইসির নজরদারি ব্যবস্থা আপগ্রেড করার জন্য এএসআইসি এবং বিএসইসির মধ্যে সম্ভাব্য প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে রিয়েল-টাইম মেকানিজম প্রবর্তন এবং অনিয়ম সনাক্ত করতে এবং ন্যায্য ট্রেডিং অনুশীলন নিশ্চিত করার জন্য উন্নত ডেটা অ্যানালিটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিং (এমএল) এর উপর ভিত্তি করে উন্নত বাজার পর্যবেক্ষণ সরঞ্জাম বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। ঝুঁকি বিশ্লেষণ এবং ডেটা-চালিত সিদ্ধান্ত গ্রহণকে সুগম করার জন্য এক্সবিআরএল (XBRL) প্রযুক্তির উপর ভিত্তি করে সুপারটেক এবং রিগটেক সলুশন তত্ত্বাবধান প্রযুক্তি এবং নিয়ন্ত্রক প্রযুক্তি বাস্তবায়নের বিষয়ে আলোচনায় সম্মতি হয়।
ড. আনিসুজ্জামান চৌধুরী বিএসইসির শাসনব্যবস্থা পর্যালোচনা করার জন্য এএসআইসির সহায়তাও চেয়েছেন, বিশেষ করে অতীতে শাসনব্যবস্থার ত্রুটিগুলি, যেমন অভ্যন্তরীণ বাণিজ্য, তথ্য ফাঁস এবং বাজার ম্যানিপুলেশনের সুযোগ করে দেয় এমন ঘাটতি এবং ফাঁকগুলি সনাক্ত করার জন্য। প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা, পরিচালনা দক্ষতা এবং নিয়ন্ত্রক দূরদর্শিতা উন্নত করার জন্য কাঠামোগত সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি সহ বিএসইসির জন্য একটি শক্তিশালী সাংগঠনিক মডেল তৈরির জন্য সহায়তা চাওয়া হয়।
এএসআইসির কর্মকর্তারা বিএসইসিকে সমর্থনে তাদের আগ্রহ প্রকাশ করেন এবং উভয় দল যৌথভাবে সহযোগিতার জন্য একটি কাঠামো তৈরি করতে সম্মত হয়। ফলে উভয় পক্ষ যত দ্রুত সম্ভব তাদের নিজ নিজ ফোকাল ব্যক্তিদের মনোনীত করবে।
অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের (এএসআইসি) পক্ষে ইন্টারন্যাশনাল সিনিয়র এক্সিকিউটিভ জেরার্ড ফিটজপ্যাট্রিক, মার্কেট ইনফ্রাস্ট্রাকচার সিনিয়র এক্সিকিউটিভ লিডার বেন কোন-উরবাখ, অ্যালিসা ফ্রেডেরিক, বেলিন্ডা স্যান্ডোনাটো সভায় উপস্থিত ছিলেন।
সিডনিতে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেন, বাংলাদেশ হাই কমিশনের (ক্যানবেরা) বাণিজ্যিক কাউন্সিলর রনি চাকমা, সাবেক ডিএসই এমডি তারিক ভূঁইয়া, চেয়ার, অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ফয়েজ দেওয়ান ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে সভায় উপস্থিত ছিলেন।
এসএম

পুঁজিবাজার
রিং শাইনের আইপিও’র অনিয়মে পুঁজিবাজারে নিষিদ্ধ হলো ইস্যু ম্যানেজার কোম্পানির সিইও

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের অভিযোগে দুই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) পুঁজিবাজার সংশ্লিষ্ট যেকোনো কার্যক্রম থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
অভিযুক্তরা হলেন, এএফসি ক্যাপিটাল লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুব এইচ. মজুমদার ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও তানিয়া শারমিন।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকুসদের জারি করা এক আদেশে এ তথ্য জানা গেছে।
আদেশে জানানো হয়, রিং শাইন টেক্সটাইল লিমিটেডের আইপিও ইস্যু ব্যবস্থাপনায় মাহবুব এইচ. মজুমদার ও তানিয়া শারমিনের কর্মকাণ্ড সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর গুরুতর লঙ্ঘন করেছে। কমিশনের মতে, তাদের পূর্ববর্তী কার্যকলাপ ভবিষ্যতেও আইন লঙ্ঘনের ঝুঁকি সৃষ্টি করতে পারে, যা দেশের পুঁজিবাজারের স্বচ্ছতা ও স্থিতিশীলতার জন্য হুমকি।
এই প্রেক্ষাপটে, অধ্যাদেশের ধারা ২০ অনুযায়ী প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে তাদেরকে পুঁজিবাজার সংশ্লিষ্ট যেকোনো দায়িত্ব ও কার্যক্রমে অংশগ্রহণ থেকে পাঁচ বছরের জন্য বিরত থাকতে নির্দেশ দিয়েছে বিএসইসি। এই নিষেধাজ্ঞা আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, কমিশন সব তালিকাভুক্ত ও ভবিষ্যৎ তালিকাভুক্ত কোম্পানি, বাজার মধ্যস্থতাকারী এবং সিকিউরিটিজ আইন, নিয়ম ও প্রবিধানের আওতাধীন সকল ব্যবসায়িক সত্তাকে তানিয়া শারমিন ও মাহবুব এইচ. মজুমদারকে কোনো দাপ্তরিক দায়িত্বে নিযুক্ত না করার নির্দেশ দিয়েছে।
অর্থসংবাদ/কাফি
পুঁজিবাজার
উত্তরা ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৬ জুলাই বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
পুঁজিবাজার
মিডল্যান্ড ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ১২৮টি কোম্পানির শেয়ার কমেছে। এদিন দরপতনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১০ জুলাই) কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল হেভির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৯ শতাংশ কমেছে। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের দর কমেছে ৩ দশমিক ৬৯ শতাংশ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এস. আলম কোল্ড, ইন্দো বাংলা ফার্মা, গোল্ডেন হাভেস্ট, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল ফিড মিল লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে রহিম টেক্সাটইল

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৬টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে রহিম টেক্সাটইল মিলস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১০ জুলাই) কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১৪ টাকা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টসের শেয়ারদর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৬ শতাংশ। আর ৯ দশমিক ৯২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে জেমিনি সি ফুড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রহিমা ফুড, এনার্জিপ্যাক পাওয়ার, শার্প ইন্ডাস্ট্রিজ, এপেক্স স্পিনিং, স্টাইলক্রাফট, জিকিউ বলপেন এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১০ জুলাই) কোম্পানিটির ২১ কোটি ২৪ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার টাকার। আর ১৪ কোটি ৯৫ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সি পার্ল বিচ, লাভেলো আইসক্রিম, মাগুরা মাল্টিপ্লেক্স, মিডল্যান্ড ব্যাংক, বিএসসি, অগ্নি সিস্টেমস এবং ফাইন ফুড লিমিটেড।
এসএম