রাশিয়ায় বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ড, নিহত ১১

রাশিয়ায় বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ড, নিহত ১১
রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলের ইশবুলদিনা গ্রামে একটি বৃদ্ধনিবাসে আগুন লেগে ১১ জন নিহত হয়েছেন। কাঠের ছোট বাড়িটিকে আগুন ছেয়ে ফেললে তারা সেখানে আটকা পড়ে যান। তিন ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হলেও তাদের আর ফিরে পাওয়া যায়নি।

মঙ্গলবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে তদন্তকারীদের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

রুশ তদন্তকারী কমিটি জানায়, আগুন লাগার সময়ে কক্ষের ভেতরে ১৫ ব্যক্তি ছিলেন। তাদের মধ্যে চারজন আগুন থেকে পালিয়ে বাঁচতে সক্ষম হয়েছেন। এতে কর্তৃপক্ষের সম্ভাব্য অবহেলার বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছে তদন্তকারী কমিটি। আগুন নিভে যাওয়ার পর ১১ মরদেহ উদ্ধার করা হয়েছে।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জেলা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানান, বেঁচে যাওয়ার চার জনের মধ্যে একজন বৃদ্ধনিবাসটির কর্মী, অন্য তিন জন এখানকার বাসিন্দা। এই তিন জনকে এক তলা ওই কাঠের বাড়িটি থেকে বের করে আনতে সক্ষম হন ওই নারী কর্মী।

যে ১১ জন মারা গেছেন তারাও এখানকার বাসিন্দা। ঠিকমতো চলাফেরা করতে অক্ষম এই বৃদ্ধরা দ্রুত বের হয়ে আসতে পারেননি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া