জাতীয়
আরআরএজি’র অধিকাংশ দাবি বিভ্রান্তিকর ও মিথ্যা

নয়াদিল্লিভিত্তিক সংস্থা ‘রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ’ (আরআরএজি) কর্তৃক প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লিখিত বেশিরভাগ দাবিই বিভ্রান্তিকর এবং বাস্তব তথ্য দ্বারা সমর্থিত নয় বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস।
সোমবার (৯ জুন) বিকেলে এক পোস্টে এই দাবি করা হয়।
পোস্টে বলা হয়, নয়াদিল্লি ভিত্তিক সংস্থা ‘রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ’ (আরআরএজি) ৬ জুন একটি মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বাংলাদেশে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
আরআরএজি-র প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, ৫ আগস্ট, ২০২৪ থেকে ৩০ এপ্রিল, ২০২৫ পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূসের শাসনামলে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর কমপক্ষে ১২৩ জন সদস্য… টার্গেটেড হত্যার শিকার হয়েছেন। আরআরএজি এই হত্যাকাণ্ডগুলোকে ড. ইউনূসের সমর্থকদের প্রতিশোধমূলক আক্রমণ হিসেবে উপস্থাপন করেছে।
আরআরএজি আরও মিথ্যা দাবি করেছে, অন্তর্বর্তীকালীন সরকার ওএইচসিএইচআরকে ‘মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে একটি স্বাধীন তথ্য অনুসন্ধান তদন্ত পরিচালনা করতে’ সীমাবদ্ধ করেছে। তবে, আরআরএজি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লিখিত বেশিরভাগ দাবিই বিভ্রান্তিকর এবং বাস্তব তথ্য দ্বারা সমর্থিত নয়।
আরআরএজি কথিত টার্গেটেড হত্যার নির্দিষ্ট ঘটনাগুলো উদ্ধৃত করেছে। তবে, উদ্ধৃত ঘটনার নিবিড় পরীক্ষা থেকে জানা যায়, সাধারণ অপরাধমূলক বা স্থানীয় উদ্দেশ্য— টার্গেটেড রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। স্থানীয় মিডিয়া এবং কর্তৃপক্ষ দ্বারা প্রকাশিত মূল বিবরণ সরাসরি আরআরএজি-এর বর্ণনার বিরোধিতা করে, যা নিচে ব্যাখ্যা করা হয়েছে।
নাচোল জোড়া খুন (১৭ ডিসেম্বর, ২০২৪)
আরআরএজি দাবি করেছে ‘জয় বাংলা’ লেখার জন্য ইউনূসের সমর্থকরা মাসুদ এবং রায়হান নামে দুই যুবককে হত্যা করেছে। বাস্তবে, এটি রাজনীতির সঙ্গে সম্পর্কিত নয়, একটি স্থানীয় বিরোধ। ভুক্তভোগীদের পরিবার প্রকাশ্যে রাজনৈতিক বর্ণনা অস্বীকার করে স্পষ্ট করে বলেছে, ‘ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না’ এবং দুটি পাড়ার কিশোর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে তাদের হত্যা করা হয়েছিল। ভুক্তভোগীর বাবা বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবিগুলি সম্পূর্ণ বানোয়াট।
আরিনা বেগমের হত্যা (৫ ডিসেম্বর, ২০২৪)
আরআরএজি অভিযোগ করেছে, ৪৫ বছর বয়সী মা আরিনাকে ‘শুধুমাত্র তার ছেলে স্থানীয় ছাত্রলীগ সভাপতি এবং আত্মগোপনে থাকার কারণে’ কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রমাণগুলো বরং ব্যক্তিগত উদ্দেশ্যের দিকে ইঙ্গিত করে। হত্যার পর পুলিশ দ্রুত তার স্বামীকে প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে। তদন্তকারী এবং স্থানীয় বাসিন্দারা সন্দেহ করছেন, হত্যার পেছনে রাজনীতি নয়, বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল।
তোফাজ্জলের মৃত্যু (১৯ সেপ্টেম্বর, ২০২৪)
আরআরএজি দাবি করেছে, বরগুনার ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগ নেতা তোফাজ্জলকে ঢাবিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলায় ছাত্রদের দ্বারা পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে, এখানে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট বাদ দেওয়া হয়েছে। তোফাজ্জল মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং ক্যাম্পাসে কোনো সংঘর্ষের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। ১৮ সেপ্টেম্বর রাতে, ফজলুল হক হলের ঢাবি ছাত্ররা তাকে চোর ভেবে ভুল করে আটক করে এবং অসংলগ্ন উত্তর দিলে তাকে মারাত্মকভাবে পিটিয়ে হত্যা করে। মরণোত্তরভাবে তার পরিচয় পাওয়া যায়— তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং প্রায়শই ঢাবির ক্যাম্পাসে ঘুরে বেড়াতেন। এটি মোটেও লক্ষ্যবস্তু রাজনৈতিক হত্যা ছিল না। এটি ছিল ছাত্রদের (বিদ্রূপাত্মকভাবে, তাদের মধ্যে কেউ কেউ ছাত্রলীগ সদস্য বলে জানা গেছে) দ্বারা একটি দুঃখজনক গণ-অবিচার, যারা তাকে মিথ্যাভাবে চোর বলে চিহ্নিত করেছিল।
আবদুল্লাহ আল মাসুদকে পিটিয়ে মৃত্যু (৮ সেপ্টেম্বর, ২০২৪)
আরআরএজি ইঙ্গিত দেয়, রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকা সত্ত্বেও মাসুদ, একজন প্রতিবন্ধী প্রাক্তন ছাত্রলীগ নেতা, তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। হ্যাঁ, অভ্যুত্থান-পরবর্তী উত্তেজনার মধ্যে রাজশাহীতে জনতা তাকে পিটিয়ে হত্যা করে। ৩৫ বছর বয়সী এই যুবক তার নবজাতকের জন্য ওষুধ কিনতে গেলে স্থানীয়রা ৫ আগস্ট তাকে বিক্ষোভকারীদের ওপর আক্রমণ করার জন্য ভুলভাবে অভিযুক্ত করে। যদিও তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, জনতা তাকে মারাত্মকভাবে পিটিয়ে হত্যা করে।
বগুড়ায় বাবর আলীর হত্যা (১৩ আগস্ট, ২০২৪)
আরআরএজি বাবর আলীকে (৫০-এর দশক) একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে বর্ণনা করেছে, যাকে তার বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল এবং তার গলা কেটে হত্যা করা হয়েছিল। এটি ঘটেছিল, তবে স্থানীয় প্রমাণগলো রাজনৈতিক আঘাত নয়, ব্যক্তিগত প্রতিহিংসার ইঙ্গিত দেয়। বাবর আলী বগুড়া শহরের একটি ছোট মুদি দোকানের মালিক ছিলেন। ১৩ আগস্ট, বেশ কয়েকজন যুবক তাকে বাইরে ডেকে নিয়ে যায় এবং তাকে সঙ্গে নিয়ে যায়; পরের দিন সকালে তার মৃতদেহ পাওয়া যায়। নিহতের মেয়ে বিনা আক্তার সাক্ষ্য দিয়েছেন যে তার বাবার মুদি ব্যবসা নিয়ে স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তারা সেই বিরোধের কারণেই তাকে হত্যা করেছে। পুলিশ পূর্বশত্রুতাকে সম্ভাব্য উদ্দেশ্য হিসেবেও ইঙ্গিত করেছে এবং অপরাধীদের শনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে।
আরআরএজি সম্পূর্ণ প্রতিবেদনের একটি বিস্তৃত বিশ্লেষণ বর্তমানে চলছে এবং যথাসময়ে প্রকাশ করা হবে বলেও উল্লেখ করা হয়।
পোস্টে আরও বলা হয়, আরআরএজি মিথ্যা দাবি করেছে— অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের মানবাধিকার তদন্তকে সীমাবদ্ধ করেছে। বাস্তবে, ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে ৩০ আগস্ট, ২০২৪ তারিখে ওএইচসিএইচআর’কে আমন্ত্রণ জানান এবং পূর্ণ সহযোগিতা করেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি ওএইচসিএইচআর রিপোর্টে শেখ হাসিনার নেতৃত্বে পূর্ববর্তী সরকারকে মারাত্মক ক্র্যাকডাউনের নির্দেশ দেওয়ার অভিযোগ করা হয়েছিল, যাতে ১৪০০ জন পর্যন্ত মানুষ মারা গিয়েছিল।
আরআরএজি-এর দাবির বিপরীতে, প্রতিবেদনে বলা হয়নি যে বেশিরভাগ ভুক্তভোগী আওয়ামী লীগ সমর্থক ছিলেন, অথবা আত্মীয়স্বজনদের ভয়ে চুপ করে রাখা হয়েছিল। তথ্য-পরীক্ষকরা নিশ্চিত করেছেন আরআরএজি-এর “৭৫০ আওয়ামী লীগ মৃত্যুর” দাবিটি একটি জাল জাতিসংঘের তালিকার ওপর ভিত্তি করে তৈরি। আওয়ামী লীগ কর্তৃক জমা দেওয়া ১৪৪ জনের তালিকাটি লক্ষ্য করা গেছে কিন্তু জাতিসংঘ কর্তৃক যাচাই করা হয়নি। আরআরএজি এই তথ্যগুলোকে বিকৃত করে নিপীড়নের একটি মিথ্যা বর্ণনা তৈরি করেছে।
আরআরএজি-এর এই বিভ্রান্তিকর প্রতিবেদন নতুন কিছু নয়। আরআরএজি এবং এর পরিচালক সুহাস চাকমার পতনশীল আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশ বিরোধী বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার অতীত রয়েছে। ২০২৫ সালের মে মাসে আরআরএজি মিথ্যা দাবি করে, ৬৪০ জন সাংবাদিককে লক্ষ্যবস্তু করা হয়েছিল; সরকার এটিকে বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করে, স্পষ্ট করে আইনি পদক্ষেপগুলো বেশিরভাগই পূর্ববর্তী শাসনামলে প্রণীত আইনের সঙ্গে সম্পর্কিত ছিল এবং কোনো পদ্ধতিগত মিডিয়া দমন-পীড়ন নেই।
অন্য একটি ক্ষেত্রে আরআরএজি পার্বত্য চট্টগ্রাম সংঘর্ষে হতাহতের সংখ্যা অতিরঞ্জিত করেছে। ৯ জন আদিবাসীর মৃত্যুর দাবি করেছে, যা একটি সহযোগী গোষ্ঠী ৬৭ জনে বাড়িয়ে জানিয়েছে, যেখানে বিশ্বাসযোগ্য প্রতিবেদনে মাত্র ৪ জন নিশ্চিত করা হয়েছে। আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে একটি পরিকল্পিত হত্যা অভিযানের আরআরএজি-এর দাবি বাস্তবতার সঙ্গে খাপ খায় না বলেও এতে উল্লেখ করা হয়।

জাতীয়
চাঁদা দিতেই হবে, পুলিশের বাপ আসলেও কিছু করতে পারবে না

গ্রাম থেকে আসা এক ব্যক্তিকে ‘চাঁদা দিতেই হবে, পুলিশের বাপ আসলেও কিছু করতে পারবে না’ বলে ধমকাচ্ছেন সদরঘাটের একজন চাঁদাবাজ।
শুক্রবার (১৩ জুন) বিকেলে লঞ্চ থেকে নেমে এমন আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওই ব্যক্তি।
জাতীয়
ভোটের তারিখ শিগগিরই ঘোষণা করবে ইসি: খলিলুর রহমান

নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান।
শুক্রবার (১৩ জুন) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচনের নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণায় বাধা আছে কিনা – সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আমরা কোনো সমস্যা দেখি না। নির্বাচন নিয়ে আমরা দু’পক্ষই যৌথ বিবৃতিতে বলে দিয়েছি। আমরা আশা করব, নির্বাচন কমিশন শিগগিরই তারিখ ঘোষণা করবে।
শেখ হাসিনার বিচার ও তাকে ফিরিয়ে আনার বিষয়টি নির্বাচনী রূপরেখার সঙ্গে প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নে খলিলুর রহমান বলেন, সংস্কার ও বিচার নিয়েও যৌথ বিবৃতিতে বলা আছে। আমরা মোটামুটি কনফিডেন্ট, নির্বাচনের আগেই আমরা এর অগ্রগতি দেখতে পাব।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সে ক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করার প্রয়োজন হবে।
যৌথ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
জাতীয়
একদিনে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এর আগে, সবশেষ গত ৫ জুন একজনের মৃত্যু হয়েছিল। শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপরীতে ৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা থেকে তিনজন সুস্থ হয়েছেন।
দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৮০০ জন। এরমধ্যে ২৯ হাজার ৫০২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪০১ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
কাফি
জাতীয়
ইরানে হামলায় বাংলাদেশের নিন্দা

ইরানে দখলদার ইসরায়েলের ভয়াবহ সামরিক হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।
এতে বলা হয়, এ হামলা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। এর মাধ্যমে আঞ্চলিক ও বিশ্বশান্তির ওপর ঝুঁকি তৈরি হয়েছে এবং নিরাপত্তার ক্ষেত্রে এর প্রভাব হতে পারে সুদূরপ্রসারী।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ এ ঘটনায় সকল পক্ষকে সংযত থাকার এবং উত্তেজনা বাড়ায়-এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানায়।
একইসঙ্গে কূটনৈতিক উপায়ে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।
এদিকে, বৃহস্পতিবার (১২ জুন) দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে এরই মধ্যে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় পাঁচ দফা হামলা চালায় ইহুদিবাদী সেনারা।
হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ নিহত হয়েছেন।
এ ছাড়া হামলায় ইরানের অন্তত ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। তারা হলেন ফেরেয়দুন আব্বাসি, মোহাম্মদ মাহদি তেহরানচি, আব্দুলহামিদ মিনৌচেহর, আহমাদ রেজা জোলফাঘারি ও আমিরহোসেইন ফেকহি। ষষ্ঠ জনের নাম এখনও প্রকাশ করা হয়নি।
ইসরাইলের সামরিক অভিযানের পর পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইহুদিবাদী সরকার আমাদের প্রিয় দেশের বুকে তার রক্তাক্ত ও কলুষিত হাত বিস্তার করেছে, আবাসিক এলাকায় হামলা চালিয়ে আগের থেকেও স্পষ্টভাবে তার বর্বর স্বভাব প্রকাশ করেছে। এর জন্য তাদের কঠিন শাস্তি ভোগ করতেই হবে।
তিনি বলেন, এই হামলার মাধ্যমে ইহুদিবাদীরা নিজেদের জন্য এক তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতি ডেকে এনেছে এবং তা তাদের ভোগ করতেই হবে।
কাফি
জাতীয়
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে ৫ জোনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ১৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১২৪ জন আক্রান্ত বরিশাল বিভাগে।
শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছর এ পর্যন্ত এটি এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের এখন পর্যন্ত একদিনে ডেঙ্গুতে এটিই সর্বোচ্চ মৃত্যু। সবমিলিয়ে চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ২৮ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় ১০৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ১১ জন। চলতি বছরের ১৩ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৫৭০ জন। এর মধ্যে ৫৫ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪৪ দশমিক ৭ শতাংশ নারী রয়েছেন।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে একলাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ও পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।