Connect with us
৬৫২৬৫২৬৫২

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১৫

Published

on

লরিয়েল

মালয়েশিয়ার উত্তরাঞ্চলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস একটি মিনিভ্যানে ধাক্কা দিলে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার (৯ জুন) ভোররাতে থাইল্যান্ড সীমান্তের কাছে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১৩ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আরও ৩১ জন আহত হয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এ সময় বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি খাদে পড়ে যায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তারা আরও জানায়, কিছু যাত্রী নিজেরাই বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন, কেউ কেউ বাস থেকে ছিটকে পড়েন এবং অনেকেই ভেতরে আটকে পড়েন।

উদ্ধারকর্মীরা জানান, বাসের ভেতর থেকে কয়েকজনকে বের করতে হাইড্রোলিক কাটার ব্যবহার করতে হয়েছে।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। দেশটির দ্য স্টার পত্রিকা মার্চ মাসে এক প্রতিবেদনে জানিয়েছিল, মালয়েশিয়ার ব্যস্ত সড়কগুলোতে গড়ে প্রতি দুই ঘণ্টায় একজন মানুষের মৃত্যু ঘটে।

শেয়ার করুন:-

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে দূতাবাস বন্ধ করছে ইসরায়েল

Published

on

লরিয়েল

ইরানে হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েল বিশ্বব্যাপী তার সব কূটনৈতিক মিশন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইসরায়েল তার বৈদেশিক মিশনগুলো সাময়িকভাবে বন্ধ করছে এবং কনস্যুলার সেবাও আপাতত প্রদান করা হবে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে দূতাবাসগুলো কতদিন বন্ধ থাকবে—সে বিষয়ে কিছু জানানো হয়নি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার জেরে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে তেলআবিব। এছাড়া দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তাও এর অন্যতম কারণ হতে পারে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ইরান কর্তৃক ১০০টির বেশি ড্রোন নিক্ষেপের দাবি ইসরায়েলি সেনাবাহিনীর

Published

on

লরিয়েল

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, ইরান ইসরায়েলি ভূখণ্ডের দিকে ১০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে। ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং জ্যেষ্ঠ সামরিক নেতাদের লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালানোর পর এই ড্রোন হামলা চালানো হয়েছে। টাইমস অব ইসরায়েল এবং সিএনএন এর প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতে, এই হামলা অনেক দিন ধরে চলবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই হামলা মধ্যপ্রাচ্যকে নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, যার ফলে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর মুখপাত্র এফি ডিফ্রিন বলেছেন, “সকল প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।” তিনি আরও বলেন, “এখন পর্যন্ত আমরা যা অভিজ্ঞতা অর্জন করেছি, তার থেকে আলাদা একটি ঘটনা এটি এবং আমরা কঠিন সময়ের আশঙ্কা করছি।”

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আইডিএফ জানিয়েছে, ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার জবাবে সাম্প্রতিক কয়েক ঘণ্টায় তেহরান ইসরায়েলের দিকে ১০০টিরও বেশি ইউএভি (আনম্যানড এরিয়াল ভেহিকল) নিক্ষেপ করেছে। ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে এই ড্রোনগুলোর কয়েক ঘণ্টা সময় লাগবে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে ইরানি ড্রোনগুলিকে ইসরায়েলের দিকে যাত্রা করতে দেখা যাচ্ছে। একটি ফুটেজে স্পষ্টতই ইরাকের ওপর দিয়ে একটি ড্রোন উড়তে দেখা যাচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ডালাসে হামের প্রথম সংক্রমণ শনাক্ত: আক্রান্ত তরুণী ছিলেন ‘পূর্ণ টিকাপ্রাপ্ত’

Published

on

লরিয়েল

ডালাস কাউন্টি হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস (DCHHS) ডালাসে হামের প্রথম সংক্রমণ শনাক্তের খবর জানিয়েছে। আক্রান্ত ব্যক্তি একজন ২৫ বছর বয়সী নারী, যিনি হামের জন্য পূর্ণ টিকাপ্রাপ্ত ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এই খবর নিশ্চিত করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

DCHHS-এর তথ্যমতে, আক্রান্ত ওই নারী গত ৩০ মে থেকে ৭ জুন পর্যন্ত সংক্রমণ ছড়াতে সক্ষম ছিলেন। তিনি ইতোমধ্যে চিকিৎসা গ্রহণ করেছেন এবং স্বাস্থ্য কর্মকর্তারা সম্ভাব্য সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত ও সতর্ক করতে কাজ শুরু করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

হামের সম্ভাব্য সংক্রমণস্থল হিসেবে দুটি স্থানের কথা উল্লেখ করা হয়েছে:

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
  • ‘লেমা কফি, ১০২৩ ইস্ট ফিফটিন্থ স্ট্রিট, প্লানো, টেক্সাস’
  • ‘ফার্স্ট ব্যাপটিস্ট চার্চ, ৩৬৬৫ ডব্লিউ প্রেসিডেন্ট জর্জ বুশ হাইওয়ে, প্লানো, টেক্সাস’

হাম: একটি মারাত্মক সংক্রামক রোগ একসময় মনে করা হতো হাম বুঝি ইতিহাসের পাতায় চাপা পড়েছে, কিন্তু বাস্তবতা বলছে, এই ভাইরাস এখনো জীবন্ত এবং মারাত্মকভাবে সক্রিয়। এটি একটি অত্যন্ত সংক্রামক রোগ। একজন আক্রান্ত ব্যক্তি হাঁচি-কাশির মাধ্যমে ভাইরাস ছড়িয়ে দিতে পারেন, যা ঘণ্টার পর ঘণ্টা বাতাসে ভেসে বা কোনো পৃষ্ঠে অবস্থান করতে পারে।

হামের লক্ষণ: শুরুর দিকে এটিকে সাধারণ সর্দি-জ্বর বলে ভুল হতে পারে। জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া ও চোখ লাল হওয়া—সব মিলিয়ে অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতো। কিন্তু এরপরই আসে হামের বিশেষ চিহ্ন: লালচে, দাগযুক্ত র‍্যাশ, যা মুখ থেকে শুরু হয়ে ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। কখনো মুখের ভেতরেও ছোট ছোট সাদা দাগ দেখা যায়, যেগুলোকে কোপলিক স্পট (Koplik spots) বলা হয়। একবার র‍্যাশ দেখা দিলে তা সাধারণত এক সপ্তাহ থেকে যায়, আর এ সময় শরীরও দুর্বল হয়ে পড়ে।

হামের জটিলতা ও ঝুঁকি: নবজাতক, গর্ভবতী নারী এবং দুর্বল রোগপ্রতিরোধক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য হাম হতে পারে প্রাণঘাতী। হামের জটিলতা হিসেবে কানের সংক্রমণ, ডায়রিয়া, নিউমোনিয়া এবং মারাত্মক মস্তিষ্কের প্রদাহ (এনসেফালাইটিস) পর্যন্ত হতে পারে।

প্রতিরোধ ও ভ্যাকসিন: হাম পুরোপুরি প্রতিরোধযোগ্য একটি রোগ। মাত্র এক বা দুই ডোজ এমএমআর (মিজলস, মাম্পস, রুবেলা) ভ্যাকসিনেই আজীবন সুরক্ষা পাওয়া সম্ভব। প্রথম ডোজেই প্রায় ৯৩ শতাংশ এবং দ্বিতীয় ডোজে তা বেড়ে দাঁড়ায় ৯৭ শতাংশে। তবে টিকাদান অনীহা, ভুল তথ্য বা ভীতি থেকে অনেকেই ভ্যাকসিন গ্রহণ করেন না, যার ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ে।

ভ্যাকসিন নেওয়ার পরও কেন আক্রান্ত হয়? একটি প্রশ্ন থেকেই যায়: ভ্যাকসিন নেওয়ার পরও কেউ আক্রান্ত হয় কীভাবে? উত্তর হলো—সবার দেহে একই রকম প্রতিক্রিয়া তৈরি হয় না। কেউ কেউ প্রথম ডোজ নেওয়ার পরও পুরোপুরি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারেন না। আবার অনেকেই দ্বিতীয় ডোজ নেন না। এমন কিছু ব্যতিক্রমী ক্ষেত্রও আছে, যেখানে দেহের রোগপ্রতিরোধ ব্যবস্থা ঠিকমতো কাজ না করায় সংক্রমণ ঠেকানো সম্ভব হয় না। তবে আশার কথা, পূর্ণ টিকাপ্রাপ্ত কেউ আক্রান্ত হলেও সাধারণত তাদের উপসর্গ অনেকটাই মৃদু হয়।

চিকিৎসা: হামের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। আক্রান্ত হলে সাধারণত জ্বর কমানোর ওষুধ, প্রচুর তরল, বিশ্রাম এবং সহায়ক চিকিৎসাই দেওয়া হয়। তাই রোগ হলে চিকিৎসা নেয়ার থেকে প্রতিরোধই সবচেয়ে ভালো পথ।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ইরানের ওপর ইসরায়েলি হামলায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

Published

on

লরিয়েল

শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হামলার খবর প্রকাশের পরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। বিবিসি এই তথ্য জানিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আন্তর্জাতিক বাজারে সবচেয়ে প্রচলিত জ্বালানি তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ও নাইমেক্স লাইট সুইটের দাম ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশ্লেষকদের আশঙ্কা, ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হতে পারে। কারণ, এই অঞ্চল বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি শুধু গাড়ির জ্বালানির খরচই নয়, সুপারমার্কেটের খাদ্যপণ্যের মূল্যসহ দৈনন্দিন জীবনের নানা খরচে প্রভাব ফেলে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশ্লেষকরা বিবিসিকে জানিয়েছেন, এখন বাজারের নজর থাকবে—ইরান পাল্টা প্রতিক্রিয়া জানায় কি না, সেটির দিকে।

বন্দনা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বন্দনা হরি বলেন, “এটা একটি বিস্ফোরক পরিস্থিতি। যদিও গত বছরের এপ্রিল ও অক্টোবরে ইসরায়েল ও ইরান সরাসরি একে অপরকে লক্ষ্য করে হামলা করলেও তা দ্রুত নিয়ন্ত্রণে এসেছিল।” তিনি সতর্ক করে বলেন, “এই পরিস্থিতি আরও বড় আকারের যুদ্ধে পরিণত হতে পারে, যা মধ্যপ্রাচ্যের তেল সরবরাহে গুরুতর ব্যাঘাত ঘটাতে পারে।”

চরম পরিস্থিতিতে ইরান হরমুজ প্রণালিতে হামলা বা জ্বালানি অবকাঠামোয় আঘাত হেনে প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেলের সরবরাহ বন্ধ করে দিতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ হয়। উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মাঝে অবস্থিত এই প্রণালি উপসাগরকে সংযুক্ত করে আরব সাগরের সঙ্গে। প্রণালিটির আশপাশে সবসময়ই বহু ট্যাংকার চলাচল করে, যেগুলো মধ্যপ্রাচ্যের প্রধান জ্বালানি রফতানিকারক দেশগুলো থেকে তেল ও গ্যাস বহন করে বিশ্বের নানা দেশে পৌঁছে দেয়।

এমএসটি ফাইন্যান্সিয়ালের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সাউল কাভোনিক বলেন, “এখন বাজারে প্রাথমিক একটি ঝুঁকিপূর্ণ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে আগামী এক-দুদিনের মধ্যে পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।”

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত, রেভল্যুশনারি গার্ড প্রধান নিহত

Published

on

লরিয়েল

ইসরায়েল শুক্রবার ভোররাতে (১৩ জুন, ২০২৫) ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (IRGC)-এর কমান্ডার-ইন-চিফ জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। নিহত ইরানি কর্মকর্তাদের মধ্যে তিনিই সম্ভবত জ্যেষ্ঠতম ব্যক্তি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সালামির পরিচিতি ও কর্মজীবন:
১৯৮০ সালে ইরান-ইরাক যুদ্ধ শুরুর সময় সালামি রেভল্যুশনারি গার্ডস-এ যোগ দেন। সামরিক পদোন্নতির সাথে সাথে তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে কঠোর বক্তব্যের জন্য পরিচিতি লাভ করেন। ২০০০ সালের পর থেকে ইরানের পারমাণবিক ও সামরিক কর্মসূচিতে জড়িত থাকার কারণে তাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

২০২৪ সালে যখন ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের ওপর সামরিক হামলা চালায়—সেই সময় তিনি রেভল্যুশনারি গার্ডস-এর প্রধান ছিলেন। ওই হামলায় ইরান ৩০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সাম্প্রতিক উত্তেজনা ও সালামির মন্তব্য:
সম্প্রতি ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছানোর প্রেক্ষিতে, জেনারেল সালামি বৃহস্পতিবার (১২ জুন, ২০২৫) বলেছিলেন, ইরান যেকোনো পরিস্থিতি, অবস্থা ও সম্ভাবনার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও বলেছিলেন যে, ইরান যুদ্ধ-কষাঘাত সহ্য করা ও অভিজ্ঞ জাতি।

ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু:
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই হামলা ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রে আঘাত হেনেছে। তিনি উল্লেখ করেন, তেহরান থেকে ২২৫ কিলোমিটার দক্ষিণের শহর নাতানজ্-এ (যেটি পরমাণু সমৃদ্ধকরণের মূল এলাকা) হামলা চালানো হয়েছে। নেতানিয়াহু আরও বলেছেন যে, ‘ইরানি বোমা বানানোর সঙ্গে জড়িত’ বিজ্ঞানীরা তাদের নিশানায় রয়েছেন এবং ‘যতদিন প্রয়োজন, ততদিন এ আক্রমণ অব্যাহত থাকবে’।

অন্যান্য হতাহত:
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় দুই পারমাণবিক বিজ্ঞানী, ফেরেদুন আব্বাসি এবং মোহাম্মদ মেহদি তেহরানচি, নিহত হয়েছেন। এছাড়াও, তেহরানে IRGC-এর সদর দপ্তরেও হামলা হয়েছে।

এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে এবং ইসরায়েলজুড়ে সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

লরিয়েল লরিয়েল
আন্তর্জাতিক2 days ago

ব্রিটিশ প্রসাধনী কোম্পানি মেডিক৮ কিনে নিচ্ছে ফরাসি ব্র্যান্ড লরিয়েল

ফ্রান্সের বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড লরিয়েল ব্রিটিশ স্কিনকেয়ার ব্র্যান্ড মেডিক৮-এর বেশির ভাগ শেয়ার অধিগ্রহণ করতে চলেছে। এই অধিগ্রহণের ফলে ত্বক পরিচর্যার...

লরিয়েল লরিয়েল
পুঁজিবাজার1 week ago

এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা পরিচালক পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।  AdLink দ্বারা বিজ্ঞাপন ×...

লরিয়েল লরিয়েল
পুঁজিবাজার1 week ago

ফিনিক্স ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।...

লরিয়েল লরিয়েল
পুঁজিবাজার1 week ago

নর্দার্ণ জুটের সর্বোচ্চ দরপতন

ঈদুল আজহার ছুটি পূর্ববর্তী শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ৫৫টি...

লরিয়েল লরিয়েল
পুঁজিবাজার1 week ago

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

ঈদুল আজহার ছুটি পূর্ববর্তী শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের মধ্যে ২৭৭টির...

লরিয়েল লরিয়েল
পুঁজিবাজার1 week ago

লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

ঈদুল আজহার ছুটি পূর্ববর্তী শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ডিএসই...

লরিয়েল লরিয়েল
পুঁজিবাজার1 week ago

সর্বনিম্ন লেনদেনের নতুন রেকর্ড করে ছুটিতে পুঁজিবাজার

আগামী শনিবার (৭ জুন) ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে টানা ১০দিনের ছুটিতে যাচ্ছে পুঁজিবাজার। ছুটির দিনগুলোতে দেশের উভয় স্টক...

Advertisement
AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০