'ফেসবুক ডট কম ডট বিডি’ ব্যবহারে নিষেধাজ্ঞা

'ফেসবুক ডট কম ডট বিডি’ ব্যবহারে নিষেধাজ্ঞা
ফেসবুক ডট কম ডট বিডি’ নামের ডোমেইনটি ব্যবহারে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার ঢাকা জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী ফেসবুকের করা একটি মামলার প্রথম দিনের শুনানি শেষে এই আদেশ দেন।

একই সঙ্গে ডোমেইনটি রেজিস্ট্রি করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ বিষয়ে একটি শোকজ নোটিসও দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এই নোটিসের জবাব দিতে হবে।

আদালতে ফেসবুকের পক্ষে মামলা করা আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম বলেন, বাংলাদেশে ফেসবুক ডট কম ডট বিডি নামে ডোমেইনটি স্থায়ীভাবে বন্ধ চেয়ে গত পহেলা ডিসেম্বর ফেসবুক একটি মামলা করে। এই মামলায় ৫০ হাজার ডলার ক্ষতিপূরণও দাবি করা হয়।

তিনি জানান, ওই মামলার শুনানিতে ডোমেইনটি যে প্রতিষ্ঠানটি রেজিস্ট্রেশন করেছে তাকে সেটি প্রাথমিকভাবে ব্যবহার বন্ধ করার আদেশ দেওয়া হয়েছে। এই আদেশের পর মামলাটির বাকি বিচার প্রক্রিয়া চলতে থাকবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে ১৪ অ্যাপ
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন
গোপন নয় ‘ইনকগনিটো’ মুড, গুগলকে ৫৪ হাজার কোটির জরিমানা
বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি
গুগল ক্রোম বাংলায় ব্যবহার করবেন যেভাবে
ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে
ওয়েবসাইটে জি-মেইল অ্যাড্রেস আনসাবস্ক্রাইব করবেন যেভাবে
আইফোন চুরি হলেও আইডির সুরক্ষা দেবে নতুন ফিচার
দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা জানালেন প্রধানমন্ত্রী
আইফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়