সারাদেশের ন্যায় শরীয়তপুর জেলার সখিপুর থানার ভেদরগঞ্জ উপজেলার ৮৭নং আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন।
আজ বুধবার (২৮ মে) বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পুর্ন দিবস কর্মবিরতি কর্মসূচি পালন করেন।
শিক্ষকদের দাবিগুলো দীর্ঘদিনের হলেও এখনো তা বাস্তবায়ন না হওয়ায় চরম অসন্তোষ বিরাজ করছে শিক্ষক সমাজে। শিক্ষক সমাজের প্রধান তিনটি দাবি হলো- এন্ট্রি পদে ১১তম গ্রেড প্রদান, উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি নিশ্চিত করা।
দাবিগুলোর প্রতি একাত্মতা প্রকাশ করে কর্মবিরতির সময় ৮৭নং আব্বাস আলী সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন এবং শিক্ষক সমাজের প্রতি সংহতি জানান।
কর্মবিরতি পালন করেন- সহকারি শিক্ষক ওয়ালীউল্যাহ, সহকারি শিক্ষক শাহীন আহম্মেদ, সহকারি শিক্ষক রাবেয়া খাতুন, সহকারি শিক্ষক মো. ইদ্রিস আলী, সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম জাকির, সহকারি শিক্ষক আসমা খাতুন, সহকারি শিক্ষক বিপ্লব বাকচী, সহকারি শিক্ষক দেলোয়ার হোসেন, সহকারি শিক্ষক মনির হোসেন।
উপস্থিত শিক্ষকরা বলেন, আমরা আমাদের মর্যাদা, অধিকার এবং ন্যায্য দাবিগুলোর পক্ষে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।