ক্যাটাগরি: ব্যাংক

ব্র্যাক ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি তারেক রেফাত উল্লাহ

ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন পদত্যাগ করেছেন। এমতাবস্থায় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খানকে ভারপ্রাপ্ত এমডি ও সিইওর দায়িত্ব দিয়েছে পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (২৭ মে) তিনি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন, যা গ্রহণ করেছে পর্ষদ। তার পদত্যাগপত্র বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। ব্যাংকটির জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, ব্যবস্থাপনা পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকের পরিচালনা পর্ষদ অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খানকে ভারপ্রাপ্ত এমডি ও সিইওর দায়িত্ব দেওয়া হয়েছে।

সেলিম আর এফ হোসেন প্রায় একদশক ধরে ব্র্যাক ব্যাংকের নেতৃত্বে ছিলেন। তার সময়ে ব্যাংকটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। নতুন দায়িত্বপ্রাপ্ত তারেক রেফাত উল্লাহ খান ব্যাংকটির দীর্ঘদিনের কর্মকর্তা এবং করপোরেট ব্যাংকিং খাতে অভিজ্ঞ।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার