ঢাবি চলচ্চিত্র সংসদের নানা আয়োজন ‘স্মৃতির বিজয়’

ঢাবি চলচ্চিত্র সংসদের নানা আয়োজন ‘স্মৃতির বিজয়’
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও বিজয় দিবস উপলক্ষে ‘স্মৃতির বিজয়’ শীর্ষক তিন দিনব্যাপী এ আয়োজনে থাকছে প্রদীপ প্রজ্বলন, বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ, মৌলবাদ বিরোধী বিজয় আর্টক্যাম্প, ফানুস উড্ডয়ন, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

রবিবার (১৩ ডিসেম্বর) চলচ্চিত্র সংসদের প্রচার সম্পাদক সুচিস্মিতা তিথি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠামো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আজ সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিফলক স্মৃতি চিরন্তনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ প্রজ্ব্বলন করা হবে। এ বছর কভিড-১৯ মহামারীর কারণে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ অনুষ্ঠানটি রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ফেসবুক ও ইউটিউব প্লাটফর্মে আয়োজিত হবে।

এছাড়া ১৫ ডিসেম্বর বিকাল ৫টায় শুরু হবে চিত্রশিল্পীদের অংশগ্রহণে মৌলবাদ বিরোধী বিজয় আর্টক্যাম্প। এদিন উগ্র মৌলবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ হিসেবে ‘আমার ভাস্কর্য’ শিরোনামে উন্মুক্ত ভাস্কর্য নির্মাণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে থাকছে বিশেষ ইনস্টলেশন। সন্ধ্যা ৭টায় থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে ফানুস উড্ডয়নসহ নানা আয়োজন।১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি