সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৮টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ওয়ান ব্যাংক পিএলসি।
সোমবার (২৬ মে) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬ পয়সা বা ৭ দশমিক ৮৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনআরবি ব্যাংকের দর কমেছে আগের দিনের তুলনায় ৮ পয়সা বা ৭ দশমিক ১৪ শতাংশ। আর ৫ পয়সা বা ৬ দশমিক ৪১ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এসবিএসি ব্যাংক পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এসইএমএল লেকচার ইক্যুটি ম্যানেজমেন্ট ফান্ড, ইউসিবি, উত্তরা ফাইন্যান্স, ন্যাশনাল টি, জুট স্পিনার্স, প্রিমিয়ার সিমেন্ট এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
কাফি