সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এসময় ১৬৮ কোম্পানি দর কমেছে। এদিন আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকে সামান্য বেড়েছে লেনদেনের পরিমাণ।
সোমবার (২৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ৯৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭১৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১০৩৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৬১ পয়েন্ট কমে ১৭৪১ পয়েন্টে অবস্থান করেছে।
আজ ডিএসইতে ২৮২ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৩৫ কোটি ৫১ লাখ ১৬ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৮টি কোম্পানির, বিপরীতে ১৬৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
কাফি