ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

সাউথইস্ট ব্যাংকের গৌরবময় ৩০ বছরের পথচলা

সাউথইস্ট ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বেসরকারি খাতের ব্যাংকটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক শিল্পপতি এম এ কাশেমের হাত ধরে গৌরবময় পথচলা শুরু করে। প্রথম থেকেই দেশের ব্যাংকিং খাতে আস্থা, উদ্ভাবন ও মানসম্পন্ন সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুলেছে ব্যাংকটি। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেন। গত তিন দশকে ব্যাংকটি রূপ নিয়েছে একটি আধুনিক, ভবিষ্যৎমুখী আর্থিক প্রতিষ্ঠানে, যার মূল লক্ষ্য ছিল আর্থিক অন্তর্ভুক্তি, টেকসই প্রবৃদ্ধি, ডিজিটাল উদ্ভাবন এবং নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা। দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্ক ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে ব্যাংকটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। তিনি ব্যাংকটির আর্থিক ও সামাজিক খাতে অব্যাহত অবদানকে সাধুবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসাইন চৌধুরী।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম এ দীর্ঘ যাত্রায় গ্রাহক, অংশীদার ও সব কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সততা, আস্থা আর উদ্ভাবনের পথ ধরেই আমাদের এগিয়ে চলা। এ ছাড়া বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন রেহানা রহমান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা ছাড়াও গ্রাহক, শিল্পী-সাহিত্যিক, অর্থনৈতিক-বাণিজ্যিক, সাংস্কৃতিক, প্রশাসনিক কর্মকর্তা, ব্যাংকের ঢাকা জেলার নির্বাহী-কর্মকর্তাসহ বিভিন্ন অঙ্গনের উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
শেয়ার