চীনের চিয়াংশি প্রদেশের নানছাং শহরে দুই দিনব্যাপী এক বর্ণাঢ্য ড্রাগন বোট ফেস্টিভ্যাল উদযাপিত হয়েছে। অন্যতম জনপ্রিয় এই প্রাচীন উৎসবটি প্রতি বছর চন্দ্রবর্ষের পঞ্চম মাসে সারা দেশে পালিত হয়।
২৩ থেকে ২৪ মে জমকালো এই উৎসবটি নানছাং শহরের চিওলং লেকের মনোরম পরিবেশে আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নিয়ে হাজারো দর্শক ও প্রতিযোগী রঙিন নৌকা বাইচ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয় খাবারের মাধ্যমে চীনের প্রাচীন সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানান।
উৎসবে গান, নাচ ও ড্রাম পরিবেশনার পাশাপাশি শিশুদের হাতে রঙিন সুতা বাঁধা, সুগন্ধী থলে তৈরি এবং ড্রাগন নাচের প্রদর্শনী দেখা গেছে। এছাড়াও, উৎসবের নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবক মোতায়েন ছিলেন।
এই উৎসবে ১২টি দেশ ও অঞ্চলের ৫০টি দল নৌকা বাইচে অংশগ্রহণ করে। এছাড়া, চিয়াংশি প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দেশি-বিদেশি শিক্ষার্থী এবং স্থানীয় হাজার হাজার সাধারণ মানুষ এই উৎসব উপভোগ করেন।