সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ১০৪টি কোম্পানির শেয়ার কমেছে। এদিন দরপতনের শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির শেয়ারদর আগের দিনের চেয়ে ১ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৩৭ শতাংশ কমেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের শেয়ারদর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫৬ শতাংশ কমেছে। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের দর কমেছে ১৬ দশমিক ৬৭ শতাংশ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রীন ডেলটা ইন্স্যুরেন্স পিএলসি, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আরামিট সিমেন্ট, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, সমতা লেদার এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।