ক্যাম্পাস টু ক্যারিয়ার
ইবিতে বিজ্ঞান উৎসবের ঝলক, চার ক্যাটাগরিতে লাখ টাকার পুরস্কার বিতরণ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি’ বিজ্ঞান উৎসব-২০২৫ সম্পন্ন হয়েছে। বিজয়ীদের মাঝে চার ক্যাটাগরিতে লাখ টাকার পুরস্কার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
প্রোগ্রামিং প্রতিযোগিতায় সিএসই বিভাগের মো. নাসিম আলী, মো. ইয়াসির আরাফাত, নাফিজ ইমতিয়াজের গ্রুপ প্রথম স্থান পেয়েছে। একই বিভাগের মাহারুব হোসেন উৎশো, আসাদুল্লাহ মো. মামুন আলীর গ্রুপ দ্বিতীয় স্থান অধিকার করেছে। এবং আইইউ বিট ব্যাঙ্গারস গ্রুপ মো. সুমন মিয়া, মো. নাজমুল হোসেন, সুজন রায় তৃতীয় স্থান অধিকার করেছে।
প্রজেক্ট ও পোস্টার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে আল-কাসাভ ইনোভেশন (সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়, গাংনী, মেহেরপুর), দ্বিতীয় স্থান অধিকার করেছে চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব (দর্শনা সরকারি কলেজ), তৃতীয় স্থান অধিকার করেছে দ্য কোয়ান্টাম মাইন্ডস (হাসিব ড্রিম স্কুল অ্যান্ড কলেজ), রুবিক’স কিউব প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মুনেম আল রিয়াদ (কুষ্টিয়া জিলা স্কুল), দ্বিতীয় স্থান অধিকার করেছে মো. সাকিব আল মবিন (কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া), তৃতীয় স্থান অধিকার করেছে জুবাইর আহমেদ (হার্ভার্ড স্কুল অ্যান্ড কলেজ, ঝিনাইদহ), সায়েন্স অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি প্রথম স্থান অধিকার করেছে মো. রাশিদুল হক ফার্মেসি (ইবি), দ্বিতীয় স্থান অধিকার করেছে আকাশ রহমান ফার্মেসি (ইবি), তৃতীয় স্থান অধিকার করেছে মো. মতিউর রহমান ফার্মেসি (ইবি)।
স্কুল ক্যাটাগরি প্রথম স্থান অধিকার করেছে আব্দুল্লাহ (দশম শ্রেণি, কুয়াতুল ইসলাম কামিল মাদরাসা), দ্বিতীয় স্থান অধিকার করেছে নাবিল সাদিক (দশম শ্রেণি, ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়), তৃতীয় স্থান অধিকার করেছে মাহিন আব্দুল্লাহ (নবম শ্রেণি, পাবনা জিলা স্কুল)।
বুধবার (২১ মে) বিকাল সাড়ে তিনটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের বটতলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ বিজ্ঞান উৎসবের সমাপ্তি হয়।
ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক এবং ইবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু মুসা এবং কেন্দ্রীয় কলেজ ও ব্যবসায় শিক্ষা সম্পাদক শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, আমি এই বিজ্ঞান উৎসবের বেশ কয়েকটি স্টলে গিয়েছিলাম। সেখানে ছাত্রদের যে উদ্ভাবন সেগুলো দেখে আমি অভিভূত। তাদেরকে সঠিকভাবে ব্যাবহার করতে পারলে আগামী দিনে বাংলাদেশ চেঞ্জ হবে এবং অনেকদূর এগিয়ে যাবে। আমরাও চেষ্টা করবো বিভিন্নভাবে সহযোগিতা করার। আমাদের আগামী যে বরাদ্দ আসবে আমরা চেষ্টা করবো সেখান থেকে এই ফেস্টের জন্য যেন আমরা কিছু অবদান রাখতে পারি। চব্বিশের অভ্যুত্থানের পর যে নতুন প্রজন্ম এসেছে তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।
এসময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, আমাদের দেশে মেধার মূল্যায়ন হচ্ছিল না। আমরা চাই ক্রিয়েটিভদের সুযোগ দেয়া হোক, মেধার ভিত্তিতে আমাদের সমাজ গড়ে উঠুক। বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় অনেক দিক থেকে পিছিয়ে। আমরা দেখছি তরুনদের অনেকে নেশায় আসক্ত। আবার মাঝে মাঝে অনেক ক্রিয়েটিভ তরুনদের দেখি, যারা এই সমাজকে পরিবর্তন করতে চায়। মুসলমানদের হাত ধরে অনেক ইনভেনশন হয়েছে। বর্তমানে পৃথিবীতে অস্থিরতার অন্যতম কারন বিজ্ঞানের সাথে ধর্মকে আলাদা করে ফেলা। মুসলমানদের হাতে যখন পৃথিবীর নেতৃত্ব ছিল তারা ক্রিয়েটিভ জিনিস আবিষ্কারের পিছনে ছিল। তারা কিন্তু পারমাণবিক বোমা আবিষ্কার করেন নি। তবে মনে রাখতে হবে, মেধাবীরা অনেক সময় দেশ বিক্রিতে এগিয়ে থাকে। সীমান্তে আমাদের দেশের মানুষকে হত্যা করা হয় কিন্তু দেশের দায়িত্বশীলরা কিছুই বলে না। আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক ভালো হবে, কিন্তু আমাদের উপর দাদাগিরি করতে আসবেন না। মেধাবীরা সঠিক মূল্যায়ন পেলে এই দেশ অনেক দূরে এগিয়ে যাবে।
উল্লেখ্য, প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট প্রদর্শনী, রুবিক্স কিউব প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড-সহ চারটি ক্যাটাগরিতে এ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
অর্থসংবাদ/সাকিব/কাফি

ক্যাম্পাস টু ক্যারিয়ার
নিরপেক্ষ নির্বাচন কমিশন ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে: ইবি সমন্বয়ক সুইট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, নির্বাচন এবং ভোটার একটি গুরুত্বপূর্ণ বিষয়। সারাদেশে ১৫৮ জন সমন্বয়কের মধ্যে ২১ জন ভোট দিতে পারবে এটা সম্পূর্ণ অযৌক্তিক। আমি সবার কথা বলছি না কিন্তু যারা এখনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে কাজ করে যাচ্ছে তাদেরকেও প্রার্থীতা ও ভোটাধিকার রাখেনি। এছাড়া রাজনৈতিক পক্ষপাতী নির্বাচন কমিশন বাতিল করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকাল সাড়ে তিনটায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
এ সংবাদ সম্মেলনে তিন দফা দাবি পেশ করেন নেতৃবৃন্দরা। দাবি সমূহের মধ্যে- প্রথমত নির্বাচন কমিশন নতুন করে গঠন করতে হবে, কোন রাজনৈতিক দলের নেতা নির্বাচন কমিশনার না হওয়া। দ্বিতীয়ত জেলার নেতৃবৃন্দকে প্রার্থীতার পাশাপাশি ভোটাধিকারের সুযোগ দেয়া। তৃতীয়ত কেন্দ্রীয় যেসকল সমন্বয়ক কোন রাজনৈতিক দলে নেই তাদের কে প্রার্থীতা ও ভোটাধিকারের সুযোগ দেয়া।
গত ১৬ জুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্ব (সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও মূখপাত্র) নির্বাচনের লক্ষ্যে লুৎফর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার ও মো ওয়াহিদ উজ্জামান এবং মো. রাকিবকে নির্বাচন কমিশনার করে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। কিন্তু ‘নির্বাচন কমিশনার তিনজনই একটি রাজনৈতিক দলের লোক এবং নির্বাচন প্রক্রিয়াটি সুষ্ঠু নয়’ মর্মে অভিযোগ তোলে এ সংবাদ সম্মেলন করেন খুলনা বিভাগের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান, মাগুরা জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম, কুষ্টিয়া জেলার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহ জেলার আহ্বায়ক আবু হুরায়রা, নড়াইল জেলার আহ্বায়ক আব্দুর রহমান মেহেদী-সহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক অবস্থান, কার্যক্রম, গঠনতন্ত্র প্রণয়ন এবং কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন প্রক্রিয়া-সহ তিন দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন।
বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ছয় হাজার ৫৫৮ জন প্রার্থী কমিশনের অনুমোদনক্রমে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন তিন লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী।
আবেদনপ্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৯ মে এ বিসিএসের প্রিলিমিনারি টেস্ট নেওয়া হয়। প্রিলিতে অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন।
পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলির ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী। এরপর একই বছরের ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল।
তবে দ্বাদশ জাতীয় নির্বাচনের ডামাডোলের মধ্যে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে প্রার্থীরা তখন পরীক্ষা পেছানোর দাবি জানান। প্রার্থীদের দাবির মুখে পরীক্ষা পিছিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে নেওয়া হয়।
গত বছরের ২৩ জানুয়ারি লিখিত পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ৩১ জানুয়ারি। এরপর ফল প্রকাশ করতে সাড়ে ১৬ মাস লেগেছে পিএসসির।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী- ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। আর নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
দেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে

দেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
ডাকসু নির্বাচন আয়োজনে ১০ সদস্যের কমিশন গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা ও ৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে ১০ সদস্যের কমিশন গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই কমিশন গঠন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনকে প্রধান রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডাকসু সংবিধানের ৮(এফ) ধারার আওতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ নিয়োগ প্রদান করেন।
প্রধান রিটার্নিং কর্মকর্তাকে সহায়তা করার লক্ষ্যে আরও নয়জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন-
১. অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন (মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ)।
২. অধ্যাপক ড. গোলাম রব্বানী (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট)।
৩. অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ)।
৪. অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম (উন্নয়ন অধ্যয়ন বিভাগ)।
৫. অধ্যাপক ড. নাসরিন সুলতানা (স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট)।
৬. অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (শহীদুল জাহীদ) (ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ)
৭. অধ্যাপক ড. তারিক মনজুর (বাংলা বিভাগ)।
৮. অধ্যাপক ড. এস এম শামীম রেজা (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ)।
৯. সহযোগী অধ্যাপক শারমীন কবীর (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিটার্নিং কর্মকর্তারা উপাচার্যের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচন পরিচালনার পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবেন ও নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নেবেন।
ডাকসু নির্বাচনে ছয় সদস্যের একটি নির্বাচন কমিশন থাকলেও এবার কমিশনের সদস্য সংখ্যা বৃদ্ধি করে সর্বোচ্চ ১০ জন করা হয়েছে। নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও সার্বিক সহায়তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
‘আমার উপর ছাত্রলীগের যে টর্চার হয়েছে, আমি উপন্যাস লিখে ফেলতে পারব’
