সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১ কোম্পানির মধ্যে ২০০টি কোম্পানির শেয়ার কমেছে। এদিন দরপতনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২২ মে) কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৩৯ শতাংশ কমেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দুলামিয়া কটনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৮ শতাংশ কমেছে। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর কমেছে ৫ দশমিক ২৬ শতাংশ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এস্কয়ার নিট, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, প্রগতি ইন্স্যুরেন্স এবং নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড।
এসএম