কর্পোরেট সংবাদ
বান্দরবানে ইউসিবির কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ

‘ব্যাংক শুধু টাকা রাখে—এই ধারণাটাই বদলে গেলো আজ। কীভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়, সেই বিষয়ে কোনো ব্যাংক যে কৃষকদের ডেকে এনে প্রশিক্ষণ দিতে পারে, তা জীবনে এই প্রথম দেখলাম’—উথুয়াই মারমার কণ্ঠে কেবল বিস্ময় নয়, ছিল আত্মবিশ্বাসের নতুন দীপ্তিও। তিনি নাইক্ষ্যংছড়ির একজন তরুণ কৃষি উদ্যোক্তা, আর এই প্রশিক্ষণ তাঁকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে।
বান্দরবানের পাহাড়ি জনপদে কৃষি মানে এতদিন ছিলো জীবনধারণের সংগ্রাম। কিন্তু সেই কৃষিই এখন হয়ে উঠছে সম্ভাবনার অন্য নাম—বাজার, প্রযুক্তি আর উদ্যোক্তাবোধে মোড়ানো টেকসই জীবিকার নতুন দিগন্ত। আর এই রূপান্তরের যাত্রায় সঙ্গী হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
‘ভরসার নতুন জানালা’ শীর্ষক এগ্রো-সিএসআর প্রকল্পের আওতায় ইউসিবি সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করে একটি দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১৭০ জন কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
রুমার কৃষক অংম্রা থুই মারমা প্রশিক্ষণ শেষে বলেন, আমি ভাবতেই পারিনি, কেউ একদিন বান্দরবানে এসে কাজু বাদাম আর কফি চাষ নিয়ে বলবে! এখন শুধু চাষ নয়, আমি কৃষিকে পুরোপুরি একটি ব্যবসা হিসেবে ভাবছি।’ এই প্রশিক্ষণ শুধু তথ্য দেওয়ার আয়োজন ছিল না, এটি ছিল আত্মবিশ্বাস গড়ার এক কর্মশালা। কৃষি উদ্যোক্তারা জেনেছেন—কীভাবে ব্যাংক থেকে কৃষি ঋণ নিতে হয়; আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের কৌশল; প্রাণিসম্পদ ও মৎস্য চাষে নতুন দৃষ্টিভঙ্গি; এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, উৎপাদিত পণ্য কীভাবে প্রক্রিয়াজাত করে বাজারে তুলে ধরা যায়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে কৃষির অপার সম্ভাবনা রয়েছে। ইউসিবির মতো আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা থাকলে এখানকার কৃষকরা উদ্যোক্তায় পরিণত হতে পারেন।
সভাপতিত্ব করেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান। তাঁর মতে, এই অঞ্চলের প্রাকৃতিক বৈচিত্র্যকে পুঁজি করে প্রযুক্তিনির্ভর কৃষি উদ্যোগের মাধ্যমে আমরা এক নতুন ভবিষ্যতের দিকে এগোতে পারি। ইউসিবি এই রূপান্তরে পাশে আছে এবং থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিটিভির ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক, বান্দরবানের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম এম শাহ্ নেয়াজ, জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার, এবং ইউসিবির চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হক, এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সেলিম চৌধুরী।
রেজাউল করিম সিদ্দিক বলেন, আধুনিক কৃষি মানে শুধু জমিতে চাষ নয়—সঠিক পরিকল্পনা, বাজার বোঝা এবং প্রক্রিয়াজাতকরণ মিলিয়ে একটি পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি। বান্দরবানের পাহাড়ি জমিতে কাজু বাদাম, কফি, কমলা, আম কিংবা মাশরুম—সবই এখন সম্ভব।
এই প্রকল্পের আওতায় দেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। লক্ষ্য শুধু কৃষি বিষয়ে জ্ঞান দেওয়া নয়—গ্রামীণ উদ্যোক্তাদের মাঝে আত্মবিশ্বাস সৃষ্টি করে তাঁদেরকে আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে দেওয়া।
অংশগ্রহণকারী অংম্রা থুই মারমা শেষে বলেন, আগে ভাবতাম শুধু উৎপাদন করলেই হলো, এখন বুঝছি ব্র্যান্ড তৈরি করাটাও আমার কাজ। একদিন আমার নিজের কাজু বাদামের একটা ব্র্যান্ড হবে—এই স্বপ্নটাই এখন আমার শক্তি।

কর্পোরেট সংবাদ
প্রাইম ব্যাংক ও সার্টো ও স্যুট এক্সপ্রেস’র মধ্যে চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি ও সার্টো ও স্যুট এক্সপ্রেস’র মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের প্রাইরিটি ব্যাংকিং গ্রাহক এবং কার্ডধারীরা সার্টো ও স্যুট এক্সপ্রেস থেকে বিশেষ ছাড়সহ বিভিন্ন আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।
সম্প্রতি গুলশানে প্রাইম ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী এবং সার্টো ও স্যুট এক্সপ্রেস’র প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর শেহজাদ আকিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল; জে.কে. গ্রুপ অব ইন্ডাস্ট্রির উপ-ব্যবস্থাপনা পরিচালক তাইসির খান এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
এই সহযোগিতা মূলত গ্রাহকদের উন্নতমানের লাইফস্ট্যাইল সুবিধা এবং উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
কর্পোরেট সংবাদ
ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল অর্থায়নের সুবিধা দিতে ব্র্যাক ব্যাংক-প্রিয়শপের পার্টনারশিপ

গ্রামাঞ্চল ও মফস্বলের ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পদ্ধতিতে অর্থায়নের সুবিধা দিতে ব্র্যাক ব্যাংক এবং প্রিয়শপ পার্টনারশিপ করেছে। এখন এই ক্ষুদ্র ব্যবসায়ীরা
ন্যূনতম কাগজপত্র দিয়ে দ্রুততম সময়ে সহজ ঋণ সুবিধা পাবেন।
ব্র্যাক ব্যাংকের ডিজিটাল লেন্ডিং প্ল্যাটফর্ম ‘সাফল্য’-কে প্রমোট করতে প্রিয়শপ ব্র্যাক ব্যাংকের সাথে পার্টনারশিপ করেছে। প্রিয়শপ একটি শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম, যা সাধারণত ক্ষুদ্র ব্যবসাগুলোকে ইনভেনটরি, লজিস্টিকস এবং ডিজিটাল টুলস সুবিধা দেওয়ার মাধ্যমে সাহায্য করে থাকে।
‘সাফল্য’-এর প্রমোটার হিসেবে প্রিয়শপ’র সঙ্গে সংযুক্ত অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ব্র্যাক ব্যাংকের ডিজিটালি প্রসেসড লোন সার্ভিস নিয়ে প্রচারণা চালাবে।
লোন পাওয়ার জন্য যোগ্য ব্যবসায়ীরা এখন ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ঋণ সেবা ‘সাফল্য’ ও ‘জীবিকা’য় ন্যূনতম কাগজপত্রের সাহায্যে একটি এন্ড-টু-এন্ড পদ্ধতিতে সহজ অনবোর্ডিং, ডিজবার্সমেন্ট এবং রি-পেমেন্ট সুবিধার আরো সহজ সুবিধা পাবেন।
এই পার্টনারশিপের মাধ্যমে এমএসএমই সেক্টরের প্রধান দুটো সমস্যার সমাধান করা সম্ভব হবে, যা হলো- বাজারের সীমিত প্রবেশ সুবিধা এবং ফরম্যাল ক্রেডিটের সীমিত সুযোগ। প্রিয়শপের বিস্তৃত মার্চেন্ট নেটওয়ার্ক এবং ব্র্যাক ব্যাংকের ডিজিটাল লেন্ডিং দক্ষতার মাধ্যমে এই সমস্যা দুটো নিরসন হবে।
ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, এই পার্টনারশিপ, উদ্ভাবনের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। প্রিয়শপের ইকোসিস্টেমে ডিজিটালি প্রক্রিয়াকৃত ঋণ সেবা যুক্ত করার মাধ্যমে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আনুষ্ঠানিক ঋণপ্রাপ্তির পথে প্রতিবন্ধকতা দূর করছি এবং সহজলভ্যতা বাড়াচ্ছি। এই মডেলটি গ্রামীণ উদ্যোক্তাবান্ধব ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতে সহায়ক হবে।
প্রিয়শপের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান সুজন বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যবসা বৃদ্ধিতে প্রয়োজনীয় টুলস সরবরাহ করাই আমাদের মূল লক্ষ্য। কাঠামোবদ্ধ অর্থায়ন আমাদের এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘সাফল্য’-এর প্রোমোটার হিসেবে আমরা আমাদের মার্চেন্টদের সঙ্গে ব্র্যাক ব্যাংকের লোন সল্যুশনের সংযোগ ঘটাতে পারছি, যা তাদের ব্যবসাকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করে তুলবে।।
প্রিয়শপের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ মার্কেটিং অফিসার দীপ্তি মন্ডল এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কর্পোরেট সংবাদ
দেশের প্রথম ওপেন এপিআই ব্যাংকিং সেবা চালু করলো ইউসিবি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) দেশে প্রথম ওপেন এপিআইভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু করল। এর ফলে ব্যাংকটি একসঙ্গে আরো বেশি সংখ্যক গ্রাহককে আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর সেবা দিতে পারবে।
ওপেন এপিআই অত্যাধুনিক একটি প্রযুক্তি। বাংলাদেশে এটা এখনও কোনো ব্যাংক চালু করেনি। বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি ওরাকল মাত্র ২৫টি দেশে এই সেবা চালু করেছে। বাংলাদেশে ইউসিবিই প্রথম এবং বিশ্বের মধ্যে ষষ্ঠ বৃহত্তম প্রতিষ্ঠান হিসেবে এই নতুন ভার্সন ১৪.৭ ব্যবহার শুরু করল।
রবিবার (১৫ জুন) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আমন্ত্রিত সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিষয়টি জানানো হয়। এই প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকরা যেকোনো ধরনের ব্যাংকিং সেবা — যেমন সাধারণ হিসাব খোলা থেকে শুরু করে ঋণের আবেদন বা নিরাপত্তা যাচাই— সব ধরনের সেবা আরও বেশি সংখ্যক গ্রাহক একই সঙ্গে দ্রুত ও সহজে পাবেন।
উল্লেখ্য, এ বছর ইউসিবিতে প্রায় ৩ লক্ষ নতুন গ্রাহক তৈরি হয়েছে। ওপেন এপিআই প্রযুক্তির ফলে এই বর্ধিতসংখ্যক গ্রাহকদের একসঙ্গে একইসময়ে সেবা দেওয়া যাবে; এবং এই সেবা হবে আরও দ্রুত ও উন্নত। এর পাশাপাশি ওপেন এপিআই প্রযুক্তির ফলে তৃতীয়পক্ষের যেকোনো ধরনের সেবা, যেমন অন্যান্য অ্যাপ, নতুন নতুন ফিনটেক বা স্টার্টআপের সঙ্গে খুব সহজে কিন্তু নিরাপদভাবে ব্যাংকের প্ল্যাটফরমের সঙ্গে যুক্ত করা যাবে। এতে গ্রাহকরা যেমন সহজে তাদের লেনদেন করতে পারবেন, একইসঙ্গে নিজের মতো করে আর্থিক সেবা নেওয়ার সুযোগ পাবেন। তৃণমূল পর্যায়ে যেসব প্রতিষ্ঠান পণ্য বিপণনের কাজ করে থাকেন, তাদের মধ্যে সংযোগ বা নেটওয়ার্ক তৈরি হবে এবং তারা তাৎক্ষণিকভাবে পণ্য খালাস করতে পারবেন। লেনদেনও এতে সহজ হবে।
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, এটা শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং বাংলাদেশের ব্যাংকিং খাতকে নতুন স্তরে নিয়ে যাওয়ার প্রাথমিক উদ্যোগ। বর্তমান ডিজিটাল বিশ্বে ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। আগামী দিনে আরও বেশি ডিজিটাল সেবা আনার ক্ষেত্রে এটা আমাদের প্রাথমিক পদক্ষেপ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. আবদুল্লাহ আল মামুন এবং ডিজিটাল রূপান্তর প্রকল্পের কারিগরি সহযোগী প্রতিষ্ঠান ওরাকল-এর সিনিয়র প্রতিনিধি। এসময় উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্পোরেট সংবাদ
ইসলামী ব্যাংকে ঈদ পুনর্মিলনী

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদের পর কর্মস্থলে ফিরে সহকর্মীদের মধ্যে শুভেচ্ছা ও আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।
ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে রবিবার (১৫ জুন) এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খানের সভাপতিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মুজমদার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম ও মাহমুদুর রহমান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আমিনুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে. এম. মুনিরুল আলম আল-মামুন ও মো. মাকসুদুর রহমান। স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির সভাপতি ও ব্যাংকের সিনিয়র এক্সিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে এম মাহবুব মোরশেদ এবং ধন্যবাদ জ্ঞাপন ও দুআ মুনাজাত করেন সমিতির সহ-সভাপতি ও ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব এ আলম। প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার নির্বাহী, বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বিনিময়, অনুভুতি প্রকাশ, মনোজ্ঞ সংগীত, আবৃত্তি ও নির্মল কৌতুক পরিবেশন করা হয়।
কর্পোরেট সংবাদ
কুমিল্লায় প্রবাসী গ্রাহকদের মধ্যে ব্র্যাক ব্যাংকের সচেতনতামূলক বৈঠক

ব্যাংকিং চ্যানেল ব্যবহারের সুবিধা এবং বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে বৈদেশিক রেমিট্যান্স গ্রহীতাদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্র্যাক ব্যাংক কুমিল্লার দাউদকান্দিতে একটি অনুষ্ঠানের আয়োজন করে।
গত ২৪ মে দাউদকান্দি এজেন্ট ব্যাংকিং আউটলেটে অনুষ্ঠিত উঠান বৈঠক অনুষ্ঠানে ১৬০ জন বৈদেশিক রেমিট্যান্স গ্রহণকারী পরিবারের সদস্য এবং স্থানীয় গ্রাহকবৃন্দ অংশগ্রহণ করেন।
ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিতি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন্স মোঃ শাহীন ইকবাল সিএফএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব অলটারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব রেমিটেন্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিল এবং হেড অব এজেন্ট ব্যাংকিং মোঃ নাজমুল হাসান।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের বিশেষায়িত রেমিট্যান্স প্রোডাক্ট যেমন, প্রবাসী পরিবার এবং তারা প্রবাসী পরিবার অ্যাকাউন্ট এবং চলমান রেমিটেন্স ক্যাম্পেইন ২০২৫ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই প্রোডাক্টগুলো রেমিটেন্স পাঠানোর জন্য ব্যাংকিং চ্যানেল ব্যবহারকে উৎসাহিত করা এবং সুবিধাভোগীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে ডিজাইন করা হয়েছে, যার ফলে প্রবাসী ও তাদের পরিবারের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ, শীর্ষস্থানীয় রেমিট্যান্স গ্রহীতাদের সম্মাননা জানানো হয়। এই উদ্যোগটি আর্থিক অন্তর্ভুক্তি এবং তৃণমূল পর্যায়ের মানুষদের সম্পৃক্ত করার প্রতি ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি প্রতিফলন।
একাধিক চ্যানেলের মাধ্যমে গ্রাহকদের সম্পৃক্ততা ব্যাংকের বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির কৌশলের অংশ। প্রবাসী এবং এজেন্ট ব্যাংকিং টিমের মধ্যে সহযোগিতার মাধ্যমে, ব্র্যাক ব্যাংক পূর্ণাঙ্গ ব্যাংকিং সার্ভিস প্রদান এবং রেমিটেন্স সুবিধাভোগীদের ক্ষমতায়নে সহায়ক ভূমিকা পালন করছে।