পুঁজিবাজার
রাশেদ মাকসুদকে নিয়ে অর্থ উপদেষ্টার বক্তব্য গোয়েন্দা সংস্থার খতিয়ে দেখার আহ্বান

পুঁজিবাজারে চলমান সংকট নিরসনে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণ দাবিতে আন্দোলন করা সংগঠন ও বিনিয়োগকারীদের নিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের অস্পষ্ট বক্তব্য জনমনে বিতর্ক ও অসন্তোষের জন্ম দিয়েছে। যা রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা দিয়ে তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশন (বিসিএমআইএ)।
মঙ্গলবার (২০ মে) সংগঠনের সভাপতি এস. এম. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মানিক স্বাক্ষরিত এক খোলা চিঠিতে এসব বলা হয়।
চিঠিতে বলা হয়, সাধারণ বিনিয়োগকরীদের হাত ধরে গড়ে উঠা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশন (বিসিএমআইএ) সংগঠনটি জন্মলগ্ন থেকে বাংলাদেশের পুঁজিবাজারের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে ‘পুঁজিবাজার সংশ্লিষ্ট আইন, বিধি, বিধান নিয়ে গঠনমূলক আলোচনা-সমালোচনার মাধ্যমে সাধারণ বিনিয়োকারীদের স্বার্থ রক্ষা করা’। এ প্রয়াসে বিসিএমআইএ বিনিয়োগকারীসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। একই ব্যানারে পুঁজিবাজারের সকল অংশীজনকে সংগঠিত করে যৌক্তিক দাবি উপস্থাপনের মাধ্যমে রাষ্ট্রীয় সকল পর্যায়ে বিসিএমআইএ গ্রহণযোগ্যতা পেয়েছে।
এতে আরও বলা হয়, পুঁজিবাজার কেন্দ্রিক বিসিএমআইএ ছাড়াও আরও সংগঠন আছে। কিন্তু গতকাল আমাদের অর্থ উপদেষ্টা অস্পষ্ট কিছু কথা বলেছেন, যা জনমনে অসন্তোষের জন্ম দিয়েছে। আমরা চাই রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা দিয়ে তা খতিয়ে দেখা হোক। কারন পুঁজিবাজারের প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সকল শ্রেনী পেশার মানুষ জড়িত। এখানে সরকারের দায়িত্বশীল একজন উপদেষ্টা হিসেবে অনুমান বা গুজব নির্ভর কোন কথা বলা অর্থ হল কারো পক্ষ অবলম্বন করা। আমরা নিয়ন্ত্রনকারী সংস্থা ও সাধারণ বিনিয়োগকারী এবং অংশীজনদের উদ্দেশ্য দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই যে, সকল অন্যায়, অনৈতিক কর্মকান্ডের বিরদ্ধে বিসিএমআইএ সংগঠন সর্বদাই সোচ্ছার। সর্বপরি, সরকার, নিরাপত্তাবাহিনী, সাংবাদিক-সহ দেশের সর্বস্তরের জনগনের প্রতি আমরা যার-পর-নাই কৃতজ্ঞ। আসুন, সু-শাসন, সংস্কার-দেশের উন্নয়নে-অংশগ্রহণে আমরা হই একই পথের পথিক।
এবিষয়ে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মানিক অর্থসংবাদকে বলেন, পুঁজিবাজারের বর্তমান সংকট-ধারাবাহিক পতনে প্রতিনিয়ত পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা। এর একমাত্র কারণ বর্তমান কমিশনের চেয়ারম্যানের পুঁজিবাজার বিষয়ে জ্ঞানশুন্যতা ও যোগ্যতা। ফলে সাধারণ বিনিয়োগকারীরা রাষ্ট্রীয় সকল পর্যায়ে গ্রহণযোগ্যতা পাওয়া বিসিএমআইএ’র ব্যানারে কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে বিক্ষোভ-মিছিল করে আসছে। এতে সংগঠনের কোনো গোপন স্বার্থ নেই। বিসিএমআইএ পুঁজিবাজারের সার্বিক কল্যাণ ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করা একটি সংগঠন। তবে রাশেদ মাকসুদকে বহাল রাখতে অর্থ উপদেষ্টা সংগঠন ও বিনিয়োগকারীদের নিয়ে স্বার্থ বিষয়ক যে অস্পষ্ট কিছু কথা বলেছেন তা সাধারণ বিনিয়োগকারীদের জন্য দুঃখজনক।
এসএম

পুঁজিবাজার
জিএসপি ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১টি প্রতিষ্ঠানের মধ্যে ৯২টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের।
মঙ্গলবার (২৪ জুন) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। যার ফলে আজ ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্সের দর কমেছে আগের দিনের তুলনায় ৬ দশমিক ৬৬ শতাংশ। আর ৫ দশমিক ৫০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফিনিক্স ইন্স্যুরেন্স।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জাহিন স্পিনিং, স্টাইলক্রাফট, জেনারেশন নেক্সট, সানলাইফ ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্সড মিল্ক, এফএএস ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে ইন্দো-বাংলা ফার্মা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১ প্রতিষ্ঠানের মধ্যে ২৩৬টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৪ জুন) ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১ টাকা বা ১০ শতাংশ।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মুন্ন সিরামিক। শেয়রটির দর ৬ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের দর বেড়েছে ৬ দশমিক ৭০ শতাংশ।
এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, সি পার্ল বিচ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, স্যালভো কেমিক্যাল, আমান কটন, লাভেলো আইসক্রিম এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি।
এসএম
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৪ জুন) কোম্পানিটির ৩৫ কোটি ৩৮ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির লেনদেন হয়েছে ১১ কোটি ০৬ লাখ ১৩ হাজার টাকার। আর ১০ কোটি ৭৩ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে স্কায়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সি পার্ল বিচ, অগ্নি সিস্টেমস, খান ব্রাদার্স, ব্র্যাক ব্যাংক, মুন্ন সিরামিক, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড এবং ফাইন ফুড লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
২৩৬ শেয়ারের দরবৃদ্ধি, বেড়েছে সূচক-লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৬ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৪ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৬২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭১৭ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ১০৩১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১৭৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৩৭২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৭৬ কোটি ৫৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৬টি কোম্পানির, বিপরীতে ৯২ কোম্পানির দর কমেছে। আর ৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এসএম
পুঁজিবাজার
বোনাস লভ্যাংশ প্রদানে এখনো সম্মতি পায়নি ঢাকা ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংকখাতে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরের ঘোষিত বোনাস লভ্যাংশ বিতরণে এখনো সম্মতি দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ সমাপ্ত বছরের জন্য ঢাকা ব্যাংক ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। যার মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামি ২৫ জুন নির্ধারণ করা হয়েছে। কিন্তু বোনাস লভ্যাংশ সংক্রান্ত সম্মতি এখনো দেয়নি বিএসইসি। এর ফলে পূর্ব ঘোষিত কোম্পানিটির নগদ লভ্যাংশ দিতে পারবে। কিন্তু সম্মতি না পাওয়ায় বোনাস লভ্যাংশ প্রদান করতে পারছে না ব্যাংকটি।
আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার প্রদানে সম্মতি পেলে নতুন রেকর্ড ডেট নির্ধারণ ও ঘোষণা করবে কোম্পানিটি।
এসএম