সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ১০৪টি কোম্পানির শেয়ার কমেছে। এদিন দরপতনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭০ পয়সা বা ৬ দশমিক ১৯ শতাংশ কমেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর কমেছে ৫ দশমিক ৪০ শতাংশ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেক, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এইচ.আর টেক্সটাইল, সুহৃদ টেক্সটাইলস, ভিএফএস থ্রেড ডাইং, আইসিবি ইসলামি ব্যাংক এবং সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড।
এসএম