ক্যাটাগরি: পুঁজিবাজার

ইউসিবির সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ১০৪টি কোম্পানির শেয়ার কমেছে। এদিন দরপতনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭০ পয়সা বা ৬ দশমিক ১৯ শতাংশ কমেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর কমেছে ৫ দশমিক ৪০ শতাংশ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেক, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এইচ.আর টেক্সটাইল, সুহৃদ টেক্সটাইলস, ভিএফএস থ্রেড ডাইং, আইসিবি ইসলামি ব্যাংক এবং সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার