নারী নির্যাতনের মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।
মঙ্গলবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সোমবার (১৯ মে) রাতে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে আটক করা হয়। আজ তাকে আদালতে হাজির করা হবে।
রিমান্ড সংক্রান্ত প্রশ্নে ওসি বলেন, আপাতত রিমান্ডের আবেদন করা হচ্ছে না, তবে পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারীকে মারধর করে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন নোবেল। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেন। তিনি ইডেন কলেজের শিক্ষার্থী। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা ও সহায়তার জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গত সাত মাস ধরে নোবেল ওই নারীকে ধর্ষণ করে আসছিলেন।
এসএম