ক্যাটাগরি: রাজনীতি

ক্ষমা চাইলেন ইশরাক হোসেন

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে একজন বিতর্কিত অভিনেতার সঙ্গে ছবি তোলার ঘটনায় ক্ষমা চেয়েছেন।

সোমবার (১৯ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

ইশরাক হোসেন পোস্টে বলেন, শুক্রবার ১৬ মে একটি স্বনামধন্য প্রথম সারির স্যাটেলাইট টিভি চ্যানেলর কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে কিছু সময়ের জন্য যোগ দিই। সেই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, আমার অ্যাওয়ার্ড প্রদান করতে হবে—এই বিষয়গুলো কিছুই জানা ছিল না।

তিনি বলেন, অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সঙ্গে ছবি ওঠে, যাকে আমি আগে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না।

তিনি আরও বলেন, ২০১৫ সালে দেশের বাইরে অবস্থান করায় তখনকার অনেক সেনসিটিভ ঘটনা আমার চোখে এড়িয়ে যায়। এটা আমার সীমাবদ্ধতা, আমার জানা উচিত ছিল। এই ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধাদের মনে প্রচণ্ড আঘাত লেগেছে। আমি সেটার জন্যে ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে আরো সতর্ক হওয়ার কথা দিচ্ছি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পেট্রোল সন্ত্রাসী আখ্যা দেওয়া চঞ্চল চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য মেয়র ইশরাক হোসেন। শনিবার রাজধানীতে আয়োজিত বাইফা অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে এই দৃশ্য দেখা যায়।

এইবার বাইফা অ্যাওয়ার্ডসে ব্রেকথ্রু পারফরমেন্স অভিনেতা বিভাগে তুফান সিনেমায় অভিনয় এবং চরকির লাস্ট ডিফেন্ডারস অব মনোগামীতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা (ওটিটি) পুরস্কার জিতেছেন চঞ্চল।

শেয়ার করুন:-
শেয়ার