পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনের প্রতিবাদে রবিবার লেনদেনে শেষে বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও কফিন মিছিল কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারীরা। এদিন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেছেন তারা।
এসময় এক বিনিয়োগকারী বলেন, বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরীকে নিয়ে বহু কথা হয়েছে। তারপরও তার সঙ্গে একই টেবিলে বসছেন, চা খাচ্ছেন বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদ। কমিশনার মোহসিন পালানোর পথ পাবে না।
এসএম