পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি হিমাদ্রি লিমিটেড গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ৩৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ১৬ টাকা ৭৬ পয়সা লোকসান হয়েছিল।
অন্যদিকে, তিন প্রান্তিক (জুলাই’২৪-মার্চ’২৫) মিলিয়ে কোম্পানিটির ০৯ টাকা ৮১ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ১০ টাকা ০৭ পয়সা আয় হয়েছিল।
আলোচিত সময়ের কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২৯ টাকা। আর এসময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫২৯ টাকা ৭৫ পয়সা।
এসএম