বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) রিসার্চ সেমিনার-৪৪ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে “রিডেবিলিটি অ্যান্ড সেন্টিমেন্টস অফ অ্যানুয়াল ফিনান্সিয়াল রিপোর্টস: এ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অ্যান্ড মেশিন লার্নিং বেসড এপ্রোচ ফর ইন্টারপ্রেটেবলে টেক্সচুয়াল এনালিটিক্স ”- শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইউনিভার্সিটির (লং আইল্যান্ড ইউনিভার্সিটি) অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইব্রাহীম সিরাজ।
ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীনের সভাপতিত্বে আয়োজিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন মিয়া এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মাদ এনামূল হক। আলোচকদ্বয় রিসার্চ সেমিনারে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খু আলোচনা করেন।
রিসার্চ সেমিনারটি সঞ্চালনা করেন ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) ফয়সাল আহমেদ খান। ড. ইব্রাহীম সিরাজ ছাড়াও আলোচ্য গবেষণা প্রবন্ধটির সহযোগী লেখক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ সাইফুদ্দিন খান, যুক্তরাষ্ট্রের ফরডাম ইউনিভার্সিটির (ফোর্ডহাম ইউনিভার্সিটি) কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. রুহুল আমিন ও বিআইসিএমের সহকারী অধ্যাপক ড. তামান্না ইসলাম।
ইন্সটিটিউটের অভ্যন্তরীণ গবেষকদের গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে বিআইসিএম নিয়মিতভাবে রিসার্চ সেমিনার আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে রিসার্চ সেমিনার-৪৪ আয়োজন করা হয়। এই রিসার্চ সেমিনারে ইন্সটিটিউটের সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
কাফি