সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইউনিট দর পতন হয়েছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৮ মে) ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৫ শতাংশ কমেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনআরবি ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ০৪ শতাংশ কমে যাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- বারাকা পতেঙ্গা পাওয়ার, সিএপিএম ইসলামিক মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসইএমএল গ্রোথ ফান্ড, এনআরবিসি ব্যাংক, শাহাজিবাজার পাওয়ার এবং পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এসএম