ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ২৯৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল আলম পিএইচডি, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস সভায় উপস্থিত ছিলেন।
সভায় গত ক’মাসে সাড়ে আট লাখ নতুন অ্যাকাউন্ট খোলা, সাড়ে তিন হাজার কোটি টাকার নতুন ডিপোজিট সংগ্রহ এবং আড়াই হাজার কোটি টাকার খেলাপি বিনিয়োগ আদায়ের সাফল্যের জন্য ব্যাংকের জনশক্তিকে ধন্যবাদ এবং গ্রাহক ও সকল অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।