ক্যাটাগরি: বিনোদন

ঝিনাইদহে ইত্যাদির আয়োজন, দর্শকদের মাঝে উৎসবের আমেজ

বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ বরাবরের মতো এবারও রাজধানীর বাইরের কোনো স্থানে ধারণ করা হচ্ছে। এবারের পর্ব ধারণ করা হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় অবস্থিত এশিয়ার বৃহত্তম কৃষি খামার—দত্তনগর বীজ উৎপাদন খামারে।

অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে দত্তনগর কৃষি ফার্মের ঐতিহাসিক কুশাডাঙ্গা বটতলা প্রাঙ্গণ। বর্ণিল আলোকসজ্জা ও নানা সাজে প্রস্তুত করা হয়েছে পুরো আয়োজনস্থল।

শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই পর্বের ধারণ কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে উপস্থাপনা করবেন বরেণ্য উপস্থাপক হানিফ সংকেত। তার প্রাণবন্ত উপস্থাপনায় এবারের পর্বে থাকছে ঝিনাইদহের ইতিহাস, সংস্কৃতি, এবং স্থানীয় মানুষের জীবনগাঁথার নানা দিক। বিশেষভাবে তুলে ধরা হবে—সীমান্ত অঞ্চলের মানুষের জীবন, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্মভিটা, এশিয়ার অন্যতম বৃহৎ বেথুলি বটগাছ এবং জেলার বিভিন্ন বাওড়ভিত্তিক লোকজ সংস্কৃতির গল্প।

ইত্যাদি টিমের আগমনে ঝিনাইদহ জেলাসহ আশপাশের এলাকার মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনুষ্ঠান সরাসরি দেখার সুযোগ পেতে স্থানীয়দের মাঝে দেখা যাচ্ছে প্রবল আগ্রহ।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার জানান, “ইত্যাদি আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠান সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।”

শেয়ার করুন:-
শেয়ার