অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিশ্ব ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকলেও বাংলাদেশে এখনো অনেক মানুষ কার্ডের মাধ্যমে লেনদেন করতে দ্বিধা বোধ করে।
শনিবার (১৭ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ডের যৌথভাবে আয়োজিত নতুন কার্ড সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ড. আহমেদ বলেন, অন্যান্য দেশে যেখানে নগদ লেনদেন প্রায় দেখাই যায় না, সেখানে বাংলাদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার তুলনামূলকভাবে কম। তিনি নগদবিহীন লেনদেন উৎসাহিত করার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনার কথা উল্লেখ করেন, তবে অনেক লোকের কার্ডের মাধ্যমে লেনদেন বা ব্যাংকের মাধ্যমে টাকা নিতে না চাওয়ার প্রবণতা লক্ষ্য করেছেন। বর্তমানে এই প্রবণতা নিরুৎসাহিত করার চেষ্টা চলছে বলে তিনি জানান।
তিনি উন্নত দেশগুলোর উদাহরণ টেনে বলেন, সেখানে ছোটখাটো কেনাকাটা ছাড়া তেমন কেউ নগদ ব্যবহার করে না। নগদবিহীন লেনদেনের সুবিধা তুলে ধরে তিনি বলেন, এর মাধ্যমে লেনদেন স্বচ্ছ থাকে, যেকোনো সময় শনাক্ত করা যায় এবং প্রয়োজনে জবাবদিহি নিশ্চিত করা যায়।
অর্থ উপদেষ্টা বেসরকারি খাতের প্রবৃদ্ধি ও উন্নয়নে ক্রেডিট কার্ডের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি সরকারি কর্মকর্তাদের তুলনায় ব্যবসায়ীদের ক্রেডিট কার্ডের প্রয়োজনীয়তার উপর জোর দেন। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে এবং রিজার্ভের পরিমাণ বাড়ছে উল্লেখ করে, সময়ের সাথে সাথে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলার আহ্বান জানান তিনি।
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবসায়ীদের দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান ড. আহমেদ। তিনি বলেন, উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এক্ষেত্রে ব্যবসায়ীদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি, যাতে দেশ পিছিয়ে না পড়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন ও সিএফও ড. তাপস চন্দ্র পাল প্রমুখ বক্তব্য রাখেন।