মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ আবারও দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আদালতের রায়ের মাধ্যমে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ হারানোর পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে নগদে পুনরায় অবৈধ টাকা বা ই-মানি তৈরির আশঙ্কা তৈরি হয়েছে।
শনিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের ফরেন্সিক অডিটে সহায়তা করার অপরাধে নগদের ২৩ জন কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে আগামী ১৯ তারিখে আদালতে ফুল বেঞ্চের একটি শুনানি রয়েছে। এরপরই নগদের পরবর্তী পদক্ষেপ এবং নিয়ন্ত্রণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক আশঙ্কা করছে, এর আগে প্রতিষ্ঠানটিতে যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
উল্লেখ্য, গত ১৫ মে হাইকোর্ট ‘নগদ’-এ প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে দেন। এর মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর নগদের পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক দল তাদের দায়িত্ব হারায়। ফলে ‘নগদ’-এর উপর বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগ উভয়ের নিয়ন্ত্রণ রহিত হয়।
এদিকে, বাংলাদেশ ব্যাংক ‘নগদ’-এর অর্থ তছরুপের অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা করেছিল, তাদের মধ্যে একজনকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হলেন প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক মো. সাফায়েত আলম। দায়িত্ব গ্রহণের পর তিনি নতুন মানবসম্পদ কর্মকর্তা নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনা শুরু করেছেন। গত দুই দিনে শীর্ষ পর্যায়ের ২৩ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলার আরও দুই আসামিকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে ‘নগদ’-এর পরিচালনায় নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া আদেশ প্রত্যাহার চেয়ে আপিল করেছে এবং আগামী ১৯ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ‘নগদ’-এ প্রশাসক নিয়োগ দেয়। প্রশাসক নিয়োগের পর নিরীক্ষায় ‘নগদ লিমিটেড’-এ বড় ধরনের জালিয়াতির প্রমাণ পাওয়া যায়। ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ বা ই-মানি তৈরি করা হয়েছে। এসব কারণে ২ হাজার ৩৫৬ কোটি টাকার হিসাব অমিল পাওয়া যায়। সাবেক সরকারের আমলে ‘নগদ’ নিয়মের বাইরে গিয়ে গ্রাহক তৈরি এবং সরকারি ভাতা বিতরণে একচেটিয়া সুবিধা পায়। প্রতিষ্ঠানটিতে যখন এসব অনিয়ম ঘটে, তখন আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তি এর পরিচালনায় যুক্ত ছিলেন। এই ঘটনায় বাংলাদেশ ব্যাংক সরকারের ডাক বিভাগের আটজন সাবেক ও বর্তমান মহাপরিচালক (ডিজি), ‘নগদ’-এর সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) ২৪ জনকে আসামি করে মামলা দায়ের করে।
আরিফ হোসেন খান বলেন, ‘জনগণের টাকার নিরাপত্তা দেওয়া বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। আগে প্রতিষ্ঠানটি যেনতেনভাবে চলেছে। এ জন্য সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিল। এখন আদালতের আদেশের কারণে সেই দায়িত্ব ছেড়ে দিতে হয়েছে। আমরা সেই আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছি। আশা করি, জনগণের টাকার নিরাপত্তা দিতে বাংলাদেশ ব্যাংক আবার দায়িত্ব ফিরে পাবে।’