যুক্তরাষ্ট্র চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ ব্যবহারকারী যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট ভাষায় জানিয়েছে, বিশ্বের কোনো প্রতিষ্ঠান যদি হুয়াওয়ের তৈরি এআই চিপ ব্যবহার করে, তবে তা মার্কিন রফতানি নিয়ন্ত্রণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং এর জন্য ফৌজদারি শাস্তি পর্যন্ত হতে পারে।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হুয়াওয়ের Ascend 910B, 910C এবং 910D চিপগুলো মার্কিন সফটওয়্যার ও যন্ত্রাংশ ব্যবহার করে তৈরি। এই কারণে, এই চিপগুলোকে যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণ আইনের আওতায় আনা হয়েছে। এমনকি বিশ্বের যেকোনো প্রান্তে এই চিপগুলো ব্যবহার করা হলেও তা মার্কিন আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) জানিয়েছে, এটি কোনো নতুন আইন নয়, বরং হুয়াওয়ের উন্নত চিপ ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান রফতানি আইন প্রযোজ্য—এই বিষয়ে একটি স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞ কেভিন উল্ফ এই প্রসঙ্গে বলেন, “এটি মূলত একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা। হুয়াওয়ের তৈরি যেকোনো আধুনিক কম্পিউটিং চিপ ব্যবহার করাই মার্কিন আইন ভঙ্গের শামিল হতে পারে।”
নিউজইজারের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে চীনা প্রতিষ্ঠানগুলো এনভিডিয়ার চিপ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং ব্যাপকভাবে হুয়াওয়ের চিপ কিনছে। এই বিপুল চাহিদা পূরণের জন্য হুয়াওয়ে নিজস্ব অত্যাধুনিক সেমিকন্ডাক্টর উৎপাদন লাইন স্থাপন করেছে এবং উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করছে।