সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয় ৩৯৬ কোম্পানির ৭৯টির শেয়ারে দর কমেছে। দরপতনে শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ বারে ১ হাজার ১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৮ শতাংশ কমেছে। ফান্ডটি ৩২৪ বারে ৭ লাখ ৬৭ হাজার ৮৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা টুং হাই নিটিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৪ বারে ২৯ হাজার ৩৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–আজিজ পাইপসের ৩.৩০ শতাংশ, নূরানী ডায়িংয়ের ৩.০৩ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ২.৭৮ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ২.৬৯ শতাংশ, আর এ কে সিরামিকসের ২.৬২ শতাংশ, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ২.৩৬ শতাংশ ও তিতাস গ্যাসের ২.২৩ শতাংশ দর কমেছে।