কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইস্পাহানির অঙ্গীভূত প্রতিষ্ঠান অ্যাভিনিউ হোটেল অ্যান্ড স্যুইটস ও পিটাস্টপ’র সঙ্গে ব্যবসা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) চট্টগ্রামে অ্যাভিনিউ হোটেল অ্যান্ড স্যুইটসে এ চুক্তি হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব)কিমিয়া সাদাত এবং এম. এম. ইস্পাহানি লিমিটেডের পরিচালক আলী ইস্পাহানি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম মো. মামুন-উর রহমান, আন্দরকিল্লা শাখার শাখা ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন, আগ্রাবাদ শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ রিয়াজ উদ্দীন, এম. এম. ইস্পাহানি লিমিটেডের সিনিয়র ম্যানেজার মুহাম্মদ এরশাদ হারুন, অ্যাভিনিউ হোটেল অ্যান্ড স্যুইটস এর ম্যানেজার মো. বদরুজ্জামান খান, পিটাস্টপ ফুডস লিমিটেডের ডেপুটি ম্যানেজার উদায়ন বড়–য়া বাবুসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
আয়োজকেরা বলেন, চুক্তি অনুযায়ী এখন থেকে গ্রাহকেরা ব্যবসা সংক্রান্ত বিভিন্ন সুবিধা পাবেন।