পুঁজিবাজার
পদত্যাগ করলেন পদ্মা অয়েলের এমডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আবদুস সোবহান পদত্যাগ করেছেন। তবে সাধারণ রীতি মেনে তার এ পদত্যাগ ঘটেনি। অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়ার অজুহাতে বিদেশে গিয়ে সেখান থেকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও পদ্মা অয়েল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গতকাল বুধবার (১৪) মে যুক্তরাষ্ট্র থেকে ইমেইলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান বরাবর পদত্যাপত্র পাঠিয়েছেন পদ্মা অয়েলের এমডি আব্দুস সোবহান।
প্রকৌশলী মো. আবদুস সোবহান অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়ার কারণ দেখিয়ে গত ৪ থেকে ১০ মে পর্যন্ত সময়ের জন্য ছুটি নেন। তিনি গত ৪ মে যুক্তরাষ্ট্র যান। তার স্ত্রী সেখানে বাস করেন।
গত ১৩ মে পদ্মা অয়েল কোম্পানির বোর্ড মিটিংয়ে ব্যবস্থাপনা পরিচালক অনুপস্থিত থাকায় তিনি কোথায় জানতে চান কোম্পানির বোর্ড চেয়ারম্যান ও সাবেক সচিব জাফর উল্লা খান। তখন কোম্পানি সচিব আলী আবছার চেয়ারম্যানকে জানান, ব্যবস্থাপনা পরিচালক ছুটি নিয়ে দেশের বাইরে গিয়েছেন। তার ছুটি বিষয়টি নিয়ে বোর্ড মিটিংয়ে বেশ আলোচনা হয়। কোম্পানির এমডি প্রকৌশলী মোঃ আবদুস সোবহানের ছুটি ছিল ১০ মে পর্যন্ত। ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তিনি কাজে যোগ দেননি কেন-এমন প্রশ্ন উঠলেও তার জবাব দিতে পারেনি কেউ।
বোর্ড মিটিংয়ে নিজের অনুপস্থিতি নিয়ে আলোচনার পরদিন বুধবার যুক্তরাষ্ট্র থেকে পদত্যাগপত্র পাঠান পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আবদুস সোবহান।
এদিকে সরকারি বার্তা সংস্থা বাসসের এক রিপোর্ট বলা হয়েছে, বৃহস্পতিবার বিপিসি’র সচিব (উপসচিব) শাহিনা সুলতানা তাদেরকে বলেন, পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সোবহানের পদত্যাগপত্র প্রক্রিয়াধীন রয়েছে। কার্যপ্রণালী অনুসারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি সম্পন্ন করা হবে।
তিনি বলেন, আমি গতকাল ডাক বিভাগ থেকে পদত্যাগপত্র পেয়েছি।
পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুস সোবহানের পদত্যাগ নিয়ে কোম্পানিটিতে নানামুখী আলোচনা চলছে। একজন এমডির এমন পদত্যাগের ঘটনা নজিরবিহীন। সংস্থাটির অনেক কর্মকর্তা মনে করেন, প্রকৌশলী মো. আবদুস সোবহান ছুটির অজুহাতে মূলত পালিয়েছেন। তার বিরুদ্ধে এলপি গ্যাস এবং বিটুমিন বিপণন নিয়ে অভিযোগ দুদকে তদন্তাধীন রয়েছে। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় তিনি (এমডি) নিরাপদে সরে গেছেন।
প্রকৌশলী মো. আবদুস সোবহানকে গত বছরের ১৪ আগস্ট পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি এলপি গ্যাস লিমিটেডের (এলপিজিএল) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ার দর ৯.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স ১২৮ বারে ২ লাখ ৪৭ হাজার ৩৯০টি শেয়ার লেনদেন করেছে, যার বাজার মূল্য ৭৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮.৬২ শতাংশ। কোম্পানিটি ৫২৯ বারে ১৬ লাখ ১২ হাজার ২০৭টি শেয়ার লেনদেন করেছে, যার বাজার মূল্য ৯৯ লাখ টাকা।
তৃতীয় স্থানে রয়েছে মুন্নু এগ্রো, যার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬.৮৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪১৭ বারে ৫৬ হাজার ৫১৬টি শেয়ার লেনদেন করেছে, যার বাজার মূল্য ১ কোটি ৭৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য উল্লেখযোগ্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে: সিলকো ফার্মা: ৫.৫২ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্ট: ৫.০০ শতাংশ, সোনার বাংলা: ৩.৮৩ শতাংশ, এনআরবি ব্যাংক: ৩.০৯ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স: ৩.০৬ শতাংশ, সিলভা ফার্মা: ৩.০৬ শতাংশ, কে এন্ড কিউ: ২.৯৬ শতাংশ।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে লাভেলো

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো।
ডিএসই সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির ২০ কোটি ৫৮ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বীচ হ্যাচারি, যার ১১ কোটি ১০ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৮ কোটি ৩১ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে অগ্নি সিস্টিমস।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য উল্লেখযোগ্য কোম্পানিগুলো হলো: বারাকা পতেঙ্গা পাওয়ার, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সি পার্ল বিচ রিসোর্ট, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং সিলকো ফার্মাসিটিক্যালস।
পুঁজিবাজার
ডিএসইতে সূচকের বড় পতন, কমেছে লেনদেনও

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। এদিন লেনদেন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং টাকার পরিমাণেও।
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স ৪৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭৩৯ পয়েন্টে অবস্থান করছে। একই সঙ্গে ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৩৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৭০ পয়েন্টে নেমে এসেছে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৬৭টির দর বেড়েছে, ২৭৬টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন ডিএসইতে মোট ৩১৩ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ১০৩ কোটি ৭৫ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪১৭ কোটি ৩৭ লাখ টাকা।
পুঁজিবাজার
বুধবার ৩ কোম্পানির লেনদেন বন্ধ

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল বুধবার (১৮ জুন, ২০২৫) বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো:
- অগ্রণী ইন্স্যুরেন্স
- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স
- ইসলামী ইন্স্যুরেন্স
জানা গেছে, রেকর্ড ডেটের কারণে এই কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বুধবার বন্ধ থাকবে। রেকর্ড ডেটের পর ১৯ জুন (বৃহস্পতিবার) কোম্পানিগুলোর শেয়ার লেনদেন পুনরায় শুরু হবে।
পুঁজিবাজার
এসিআইর লেনদেন চালু হচ্ছে বুধবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির (এসিআই) শেয়ার লেনদেন আগামীকাল বুধবার (১৮ জুন, ২০২৫) থেকে যথারীতি চালু হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
আজ মঙ্গলবার (১৭ জুন, ২০২৫) কোম্পানিটির রেকর্ড ডেটের কারণে শেয়ার লেনদেন স্থগিত রাখা হয়েছিল। আগামীকাল থেকে এই শেয়ারের লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।