ক্যাটাগরি: পুঁজিবাজার

৬৩ লাখ শেয়ার হস্তান্তর করবেন ব্যাংক এশিয়ার দুই উদ্যোক্তা

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসির দুই জন উদ্যোক্তা ৬৩ লাখ শেয়ার হস্তান্তর করবেন। এই দুই উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অনুমোদন দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংক এশিয়া পিএলসির উদ্যোক্তা নাহিদ আক্তার সিনহার ৪৬ লাখ ও মো. শাহজাহান ১৭ লাখ শেয়ার ব্যাংকটির কর্পোরেট উদ্যোক্তা ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের কাছে হস্তান্তর করবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুমোদন অনুযায়ী, ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে ১৫ মে থেকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ারগুলো হস্তান্তর করা হবে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার