ক্যাটাগরি: পুঁজিবাজার

দরবৃদ্ধির শীর্ষে সিটি ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ৬১ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ারদর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিটি ইন্স্যুরেন্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, কোম্পানিটির শেয়ার দরবৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩৮ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩১ শতাংশ।

আর তালিকার তৃতীয় স্থানে থাকা বাটা সু’র শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৪ শতাংশ।

এদিন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, উত্তরা ব্যাংক, হাক্কানী পাল্প, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, অগ্নি সিস্টেমস এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার