ক্যাটাগরি: পুঁজিবাজার

সিএসই’র দুই মূল্যসূচক সমন্বয়

তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক দুটি সমন্বয় করা হয়েছে। সূচক দুটি হচ্ছে, সিএসই-৫০ ও সিএসই-৩০। তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে এই সমন্বয় করা হয়েছে।

সমন্বয়ে সিএসই-৩০ সূচক থেকে পাঁচটি কোম্পানি বাদ পড়েছে। এর বিপরীতে নতুন করে পাঁচটি কোম্পানি অন্তর্ভুক্ত হয়েছে। আগামী ২২ মে থেকে এটি কার্যকর হবে। অন্যদিকে সিএসই-৫০ সূচকে নতুন করে চারটি কোম্পানি অন্তর্ভুক্ত হওয়ার বিপরীতে ৪টি কোম্পানি বাদ পড়েছে। আগামী ২১ মে থেকে এটি কার্যকর হবে।

সিএসই-৩০ সূচকে নতুন অন্তর্ভুক্ত হওয়া কোম্পানিগুলো হচ্ছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, ক্রাউন সিমেন্ট, আইটি কনসালট্যান্টস, সেনা ইন্স্যুরেন্স ও ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। এছাড়া সিএসই-৩০ সূচক থেকে বাদ পড়া কোম্পানির তালিকায় রয়েছে আমরা নেটওয়ার্কস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক এশিয়া, লাফার্জহোলসিম বাংলাদেশ ও মতিন স্পিনিং মিলস।

সিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন মোট বাজার মূলধনের প্রায় ৩১ দশমিক ৪৬ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনের প্রায় ৩৭ দশমিক ১৯ শতাংশ।

সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম, এমজেএল বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে এ সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যালস, জেনেক্স ইনফোসিস, অরিয়ন ফার্মা ও সি পার্ল রিসোর্ট।

সিএসই-৫০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন মোট বাজার মূলধনের শতকরা প্রায় ৭০ দশমিক ৪৭ শতাংশ আর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৭০ দশমিক ৩০ শতাংশ।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার