এনআরবি ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ.কে.এম. মিজানুর রহমান। সম্প্রতি পরিচালনা পর্ষদের এক সভায় তিনি নির্বাচিত হয়েছেন।
এ.কে.এম. মিজানুর রহমান এফসিএ স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন স্বতন্ত্র পরিচালক। তিনি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড এবং জেমিনি সি ফুড লিমিটেডসহ বেশ কয়েকটি বিশিষ্ট প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মিজানুর রহমান ১৯৮৩ সালে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি) থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসি ডিগ্রি অর্জন করেন এবং ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ কমার্স ডিগ্রি অর্জন করেন। তিনি শফিক মিজান রহমান এবং অগাস্টিন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের ব্যবস্থাপনা অংশীদার। এক দশকের কর্মজীবনে, তিনি অ্যাকাউন্টিং এবং কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে একজন অভিজ্ঞ পেশাদার হিসেবে খ্যাতি অর্জন করেছেন।
পেশাগত কর্মজীবনের পাশাপাশি, তিনি বিভিন্ন সামাজিক ও পেশাদার সংগঠনের সাথে গভীরভাবে জড়িত। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের আজীবন সদস্য। এছাড়াও, তিনি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একজন সক্রিয় সদস্য।
মিজানুর রহমান দেশীয় এবং আন্তর্জাতিকভাবে অসংখ্য সেমিনার এবং সম্মেলনে অংশগ্রহণ করেছেন। তিনি ১৯৯৭ সালে আইসিএবি-এর ঢাকা আঞ্চলিক কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং লায়ন্স ক্লাব অফ ঢাকা শাহাবাগের প্রাক্তন সভাপতির পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ওআইএসসিএ ইন্টারন্যাশনাল জাপানের আন্তর্জাতিক পরিচালক এবং বিচ হ্যাচারি লিমিটেড এবং সাধারণ বীমা কর্পোরেশনেরও পরিচালক।
তাঁর বিশিষ্ট নেতৃত্ব, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং এই ক্ষেত্রে স্থায়ী অবদান কেবল অ্যাকাউন্টিং পেশার মানকেই উন্নত করেনি বরং তাঁর সহকর্মী, নিয়ন্ত্রক এবং বৃহত্তর ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে তাকে ব্যাপক স্বীকৃতি এবং গভীর শ্রদ্ধা অর্জন করেছে।