ক্যাটাগরি: অর্থনীতি

হাসিনা ও টিউলিপকে ফেরাতে কাজ করছে দুদক

বিভিন্ন দুর্নীতি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) কাজ করছে।

বুধবার (১৪ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব। এ নিয়ে কাজ করছে দুদক।

এছাড়া ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে জানিয়ে তিনি বলেন, টিউলিপকে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেয়া হবে।

শেয়ার করুন:-
শেয়ার