ক্যাটাগরি: পুঁজিবাজার

দরবৃদ্ধির শীর্ষে সিটি জেনারেল ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ৬১ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ারদর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, কোম্পানিটির শেয়ার দরবৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ।

আর তালিকার তৃতীয় স্থানে থাকা মাগুরা মাল্টিপ্লেক্সের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৯৯ শতাংশ।

এদিন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডস, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, ফাইন ফুডস, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, বাংলাদেশ মনোস্পুল পেপার, বারাকা পাওয়ার এবং রহিম টেক্সটাইলস।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার