সাম্য হত্যায় ঢাবি সাদা দলের নিন্দা ও বিচার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে নৃশংসভাবে হত্যায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

বুধবার (১৪ মে) সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদার, যুগ্ম আহ্বায়ক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম এবং অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার বিচার দাবি করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাবি ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন এলাকায় কতিপয় দূর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সাদাদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে।

এতে আরও বলা হয়, আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার