ক্যাটাগরি: পুঁজিবাজার

পুঁজিবাজার সংস্কারে বিদেশি এক্সপার্ট আনতে হলে রাশেদ মাকসুদকে কেনো রাখা হয়েছে?

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে যাচ্ছে বিনিয়োগকারীরা। এরই মধ্যে সম্প্রতি পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিএসইসির চেয়ারম্যানকে নিয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে পুঁজিবাজার সংস্কারে বিদেশি এক্সপার্টদের আনাসহ পাঁচ নির্দেশনা দেয় প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার এ নির্দেশনার প্রতিক্রিয়ায় বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) প্রেসিডেন্ট এসএম ইকবাল হোসেন বলেন, পুঁজিবাজার সংস্কারে বিদেশি এক্সপার্ট আনতে হলে রাশেদ মাকসুদকে কেনো রাখা হয়েছে।

শেয়ার করুন:-
শেয়ার