পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধ বার্ষিক কুপন হার তথা সুদের হার ঘোষণা করা হয়েছে। ব্যাংকটির বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে সুদ দেওয়া হবে।
আজ সোমবার (১২ মে) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়। বন্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী ১৯ মে থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সময়ের জন্য আলোচিত হারে রিটার্ন পাবেন মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের ইউনিটধারীরা। এটি এই বন্ডের চতুর্থ ধাপের কুপন। এই মেয়াদের শেষ দিন অর্থাৎ ১৮ নভেম্বর যাদের কাছে আলোচিত বন্ড থাকবে, তারাই কেবল এই কুপন বা সুদ পাওয়ার যোগ্য হবেন।
আলোচিত বন্ডে ছয় মাস পর পর সুদ প্রদান করা হয়। এর আগে গত বছরের ১২ নভেম্বর তৃতীয় ধাপের কুপন রেট ঘোষণা করা হয়েছিল, যা গত বছরের ১৯ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ মে পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য। এই কুপন বা সুদ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে ১৮ মে রেকর্ড তারিখ ঘোষণা করা হয়।