সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ দেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ১৬০ কোম্পানির শেয়ারদর কমেছে। দর পতনের শীর্ষে উঠে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানির শেয়ারদর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০১ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪০ শতাংশ কমেছে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৫ বারে ৫৬ হাজার ১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- মেট্রো স্পিনিংয়ের ৫ দশমিক ৩৬ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৪ দশমিক ৪৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৩৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৪ দশমিক ১১ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৪ দশমিক ০০ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক ৯৬ শতাংশ এবং এস আলম কোল্ড রোলের ৩ দশমিক ৯৪ শতাংশ কমেছে।
কাফি