ক্যাটাগরি: পুঁজিবাজার

বে লিজিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ দেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ১৬০ কোম্পানির শেয়ারদর কমেছে। দর পতনের শীর্ষে উঠে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, কোম্পানির শেয়ারদর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০১ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪০ শতাংশ কমেছে।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৫ বারে ৫৬ হাজার ১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- মেট্রো স্পিনিংয়ের ৫ দশমিক ৩৬ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৪ দশমিক ৪৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৩৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৪ দশমিক ১১ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৪ দশমিক ০০ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক ৯৬ শতাংশ এবং এস আলম কোল্ড রোলের ৩ দশমিক ৯৪ শতাংশ কমেছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার