ক্যাটাগরি: পুঁজিবাজার

দরবৃদ্ধির শীর্ষে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ১৮৯ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ারদর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ।

আর তালিকার তৃতীয় স্থানে থাকা সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৭৬ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৯ দশমিক ৫২ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৫১ শতাংশ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ১৩ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৮ দশমিক ৯৭ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৭৬ শতাংশ ও সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৬০ শতাংশ দর বেড়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার