ক্যাটাগরি: আবহাওয়া

তাপমাত্রা নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

রবিবার দুপুর-বিকেলে যেখানে গরম অনুভূত হচ্ছিল ৪৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস, সেখানে ৫টার দিকে বাতাস শুরু হলে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মতো মনে হচ্ছিল। এ অবস্থায় সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির ফোঁটা জানান দিচ্ছিল তাপমাত্রা আরও কমবে। আবহাওয়া দফতরও তেমন বার্তাই দিয়েছে।

রাতে আবহাওয়া দফতরের দেয়া বার্তা বলছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস মকমতে পারে।

এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর এবং শেরপুর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

আর বর্ধিত পাঁচ দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা অব্যাহত থাকতে পারে।

শেয়ার করুন:-
শেয়ার